১৯ জানুয়ারি ২০২৫, রবিবার | বাংলা কনভার্টার
ফরিদপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার পুলিশ সুপার মো.জাকির হোসেন খান জানান, মঙ্গলবার রাতে থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযানে এক কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মাদক বিক্রেতা, সেবনকারী ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে সাতটি মামলা দায়ের করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।