১৯ জানুয়ারি ২০২৫, রবিবার | বাংলা কনভার্টার
ফরিদপুর জেলায় চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানা এবং ডিবি পুলিশ কর্তৃক মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীসহ মোট ৬৭ জনকে গ্রেফতার করা হয়। জানা যায়, মাদক মামলা রুজুর সংখ্যা ৮টি, গ্রেফতারকৃত মাদক বিক্রেতার সংখ্যা১০জন, গ্রেফতারকৃত মাদক সেবনকারীর সংখ্যা ১জন, মাদক উদ্ধারের পরিমান ইয়াবা ২৬৩ পিস,গাঁজা ১৭০গ্রাম। অন্যান্য গ্রেফতার অন্যান্য নিয়মিত মামলা রুজুর সংখ্যা০৬ টি, নিয়মিত মামলায় গ্রেফতারের সংখ্যা০৩ জন, জিআর/সিআর/সাজা পরোয়ানা মূলে গ্রেফতারের সংখ্যা জিআর- ২৫ জন,সিআর-২৪ জন,সাজাপ্রাপ্ত -০৪ জন। মোট রুজু মামলা-১৪ ও গ্রেফতার ৬৭জন।