১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
মোটর সাইকেল চালকের হেলমেড ও লাইসেন্স নেই,
ও দ্রুত গতি জালালেন-গাড়িতে থাকা এক আরোহী
ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত মোঃ সজীব শেখ(১৭)। সে চন্দ্রপাড়ার ওয়াজ হাওলাদার কান্দি গ্রামের খোকন শেখের পুত্র। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সদরপুর উপজেলার সদরপুর-চন্দ্রপাড়া সড়কের বেইলী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানাগেছে, চন্দ্রপাড়া থেকে সদরপুরে উদ্দেশ্যে আসার জন্যে ঢাকা মেট্রো ট-১১-০৫৯৩ নামক একটি ট্রাক রওয়ানা হয়। ওই ট্রাকের পিছনে পালসার নামক একটি মোটর সাইকেল রওয়ানা হয়। সদরপুরের ৯রশি নামক স্থানের বেইলি ব্রীজে ওঠার আগে রাজশাহী-ল-১১-২৬৭৬ নামের মোটর সাইকেলটি ওই ট্রাক অতিক্রম করার চেষ্ঠা করে। অতিক্রমকালে মোটর সাইকেল চালকসহ গাড়িতে থাকা আরও দুই আরোহী এ দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রাকের পিছনের চাকায় পৃষ্ঠ হয়ে চালক সজীব ঘটনাস্থলে নিহত হয়। গাড়িতে থাকা দুই আরোহী মোঃ তুহিন ও মনির শেখ সড়কের পাশের কাঁচা রাস্তার ঢালে পড়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের সদরপুর হাসপাতালে নেওয়া হলে মোঃ সজীব শেখ কে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ ফরিদ আহম্মেদ। আহত দুইজন একই গ্রামের হারেজ শিকদারের পুত্র মোঃ তুহিন ও করিম শেখের পুত্র মনির শেখ।
এ ঘটনায় সদরপুর থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ও মোটর সাইকেল ও চালকসহ ট্রাক আটক করেছে সদরপুর থানা পুলিশ। ট্রাক চালকের নাম মোঃ চান মিয়া। সে কুষ্টিয়া জেলার মিরপুর নামক এলাকার বাসিন্দা।
এব্যাপারে সদরপুর থানার ইন্সপেক্টর তদন্ত কর্মকর্তা সুব্রুত গোলদার জানান, এ ব্যাপারে ট্রাকসহ চালক কে আটক করা হয়েছে। এছাড়াও একটি সড়ক দুর্ঘটনা জনিত মামলা দায়েরর প্রস্তুতিসহ লাশটি ময়না তদন্তের জন্যে ফরিদপুর মর্গে পাঠানো হচ্ছে।
এ ব্যাপারে আরও জানাগেছে, নিহত মোটর সাইকেল চালক ও দুই আরোহীর মাথায় হেলমেড ছিল না। সজীব দুই ভাই ও এক বোনের মধ্যে মেজ। তার বাবা একজন কৃষক।