১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের সদরপুরে এক ছাত্র বিষধর সর্প দংশনে মৃত্যু হয়েছে। নিহত ওই স্কুল ছাত্রের নাম মোঃ কাওসার জঙ্গী(১৩)। সে চরনাছিরপুর ইউনিয়নের জঙ্গী কান্দি গ্রামের আব্দুল কালাম জঙ্গীর পুত্র। সে ওই ইউনিয়নের খলিফা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্র ছিলো। আজ বৃহস্পতিবার পারিবারিক ভাবে তার দাফনের প্রস্তুতি চলছে বলে জানা যায় পরিবার সুত্রে।
জানা যায়, কাওসার গোখাদ্য সংগ্রহের জন্যে বাড়ির পাশের পুকুরের পাড়িতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘাস কাটতে ছিলো। হঠাৎ তাকে চন্দ্র গোখরা নামের একটি সাপ দংশন করে। পরে দৌড়ে বাড়িতে এসে বাবার নিকট জানালে তাকে দ্রুত সদরপুর হাসপাতালে নেওয়ার পথে চন্দ্রপাড়া ঘাট এলাকায় পৌছালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে চরনাছিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী ঘটনার সত্যতা জানিয়ে বলেন, বিষয়টি আমি জেনেছি এবং তাকে পারিবারিক ভাবে দাফনের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে নিহতে চাচা ও ইউপি সদস্য মোঃ ওহাব জঙ্গী জানান, তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।