১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
ফরিদপুরে তিনটি উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করাহয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামসুল আলম প্রমুখ।
প্রকল্পগুলো হলো- ভাঙ্গায় পদ্মা সেতুর রেল সংযোগ, ভাঙ্গা টেকনিক্যাল স্কুল নির্মাণ এবং মাইজকান্দি-বোয়ালমারী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন প্রকল্প। ৫২ জনের মাঝে এ চেক বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, যারা নিজের জমি দিয়ে উন্নয়নকাজে শামিল হয়েছেন, তারা মহৎ। আর তাদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে সরকার।
জমি মালিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, এটা (ক্ষতিপূরণ) আপনাদের অধিকার। ক্ষতিপূরণের টাকা পেতে কোনো হয়রানি হয় কিনা তা জানতে চান তিনি। ক্ষতিপূরণের টাকা পেতে তাদের কোনো খরচ দিতে হয়নি জানিয়ে ভূমি মালিকরা এই সহযোগিতার জন্য সরকারকে ধন্যবাদ জানান।