২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
এডিসন কাভানির দুই অর্ধের দুই গোলে ইউরো চ্যাম্পিয়নদের বিদায় করে দিল অস্কার তাবারেসের শিষ্যরা। এদিন দুই দলের দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লুই সুয়ারেজ মুখোমুখি হয়েছিলেন। তবে সোচির ফিশ্ট স্টেডিয়ামে বিদায় নিল রোনালদো।
রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জিতেছে উরুগুয়ে।
খেলার শুরুতে ৭ম মিনিটেই গোল দিয়ে এগিয়ে যায় উরুগুয়ে। গোলদাতা পিএসজি তারকা এডিনসন কাভানি। বাম উইং থেকে লুইস সুয়ারেজ লম্বা ক্রস নেন। বলটি ভেসে আসে পর্তুগালের বক্সের মধ্যে। দৌড়ে এসে অসাধারণ দক্ষতায় হেড করলেন কাভানি। জড়িয়ে যায় পর্তুগাল জালে। গোল। ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসলো পর্তুগাল।
প্রথমার্ধে গোলের তেমন কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদোকে ডি বক্সে বল পেতে দেননি দিয়েগো গদিন, হোসে মারিয়া হিমেনেসরা। আতলেতিকো মাদ্রিদের দুই ডিফেন্ডার অকার্যকর করে রাখেন পর্তুগিজ অধিনায়ককে। জমাট রক্ষণ ভেঙে ফের্নান্দো মুসলেরাকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি ইউরোপ চ্যাম্পিয়নরা।
খেলার দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে সমতা ফেরায় পর্তুগাল। ছোট করে নেওয়া কর্নার থেকে বল পেয়ে চমৎকার ক্রস করেন রাফায়েল গেরেইরো। অরক্ষিত পেপে দারুণ হেডে সারেন বাকিটা। এবারের আসর তো বটেই চলতি বছরে প্রথমবারের মতো উরুগুয়ের জালে গেল বল।
কিছুক্ষণ আগের নায়ক বেসিকতাস ডিফেন্ডার পেপে খলনায়ক হয়ে যান ৬২তম মিনিটে। তার হেড থেকে বল পেয়ে রদ্রিগো বেন্তানকুর বাড়ান কাভানিকে। পিএজসি ফরোয়ার্ড ডি-বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন।
ম্যাচের শেষের দিকে ৭০তম মিনিটে গেরেইরোর চিপ এগিয়ে এসে ধরতে গিয়ে তালগোল পাকান উরুগুয়ে গোলরক্ষক মুসলেরা।
আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় রাশিয়ার নোভগোরাদ স্টেডিয়ামে কোয়ার্টর ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে উরুগুয়ে।