১২ অক্টোবর ২০২৪, শনিবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের সদরপুর উপজেলায় পাট ও পাটবীজ উৎপাদনের কলাকৌশল বিষয়ে পাটচাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ(১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায়” পাট ও পাটবীজ উৎপাদন কলাকৌশল বিষয়ে আজ সকাল ৯টা থেকে থেকে বিকেল ৩টা পর্যন্ত এ প্রশিক্ষন হয়। প্রশিক্ষনে উপজেলার প্রান্তিক পর্যায়ের বিভিন্ন ইউনিয়নের ৭৫জন পাটচাষী অংশগ্রহন নেয়। সদরপুর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিয়ার রহমানের সঞ্চালনে ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন, ফরিদপুর কৃষি সম্প্রসারণ উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, বিজেআরআই আঞ্চলিক কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মজিবর রহমান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমিন, সদর পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলামসহ অন্যান্যরা।