১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে বেলুন ফেষ্টুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের এমপি মজিবর রহমান চৌধুরী নিক্সন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা। টুর্নামেন্টে আজ সদরপুর বিষ্ণুপুর, কৃষ্ণপুর চরনাছিরপুর ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।