১২ অক্টোবর ২০২৪, শনিবার | বাংলা কনভার্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পঞ্চম পর্যায়ের (২য়ধাপ) ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশব্যাপী ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এরই আলোকে, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর উদ্বোধণ কর্মসূচী প্রচারিত হয়। অনুষ্ঠান শেষে সদরপুর উপজেলার আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ২০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিম, উপজেলা প্রকৌশলী আবদুল মোমিন, কৃষি কর্মকর্তা লিটন রায়, ওসি (তদন্ত) মো: আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ, ইউপি চেয়ারম্যান কাজী জাফর, মোঃ মিজানুর রহমান, আসলাম বেপারীসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সদরপুর উপজেলায় এ পর্যন্ত ৭১৮ টি ভূমি ও গৃহহীন পরিবার পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।