১২ অক্টোবর ২০২৪, শনিবার | বাংলা কনভার্টার
সাব্বির হাসান.সদরপুর.
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ নববর্ষ বরণে আজ রোববার সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়।
উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও সরকারি বেসরকারি দপ্তরের ব্যক্তিদের অংশ গ্রহনে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সাল,কৃষি কর্মকর্তা নিটুল রায়, প্রভাষক মোঃ হাসিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাব্বির হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গরা।