২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
শনিবার বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সঙ্গে দেখা করছেন বিতর্কীত ইস্যুতে অভিযুক্ত তিন ক্রিকেটার সাব্বির, নাসির ও মোসাদ্দেক। এর মধ্যে ক্রিকেটার সাব্বির রহমানকে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞার সুপারিশ করেছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। আজ মিরপুরে বিসিবির এক সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেয় বিসিবির ডিসিপ্লিনারি কমিটির। কমিটির থেকে জানানো হয়, মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন বিতর্কীত ইস্যু জন্য সাব্বিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সাব্বির ছাড়া অভিযুক্ত মোসাদ্দেক হোসেন সৈকত এবারের মতো বিসিবির ডিসিপ্লিনারি কমিটি থেকে সতর্ক করা হয়েছে। আর নাসির হোসেনের উপস্থিত না হতে পারায় তার বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে গত ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় এক ভক্তের দেওয়া ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে অশ্লীল গালাগাল এবং হুমকি দেন সাব্বির। পরে নিজের আইডি হ্যাক হয়েছে বলেও বিবৃতি দেন তিনি। তবে বারবার অপকর্ম করে যাওয়ায় সাব্বিরের এই যুক্তিটি বিসিবি খুব একটা আমলে নিচ্ছে না। ২০১৬ সালে বিপিএলের চতুর্থ আসরেই হোটেলে মেয়ে এনে গুনেছেন ১২ লাখ টাকা জরিমানা। এরপর ২০১৭ সালের শেষ দিকে ঘরোয়া লিগে খেলার মাঝেই মাঠ ছেড়ে ১২ বছরের এক কিশোরকে পিটিয়েছিলেন তিনি। সে সময় তাকে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া সহ ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এছাড়া ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।