৯ ডিসেম্বর ২০২৩, শনিবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের সদরপুর উপজেলায় গত (৩১ আগষ্ট ২০১৯) শনিবার হতে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ঐতিহ্যবাহী আমিরাবাদ স্কুল মাঠে “আমিরাবাদ ফুটবল টুর্নামেন্ট-২০১৯” এর আনুষ্ঠিকতা শুরু হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এবং খেলাধুলার প্রতি মনোযোগ রাখতে খেলার মূল লক্ষ হিসাবে জানা যায়। খেলায় গ্রাম ভিত্তিক হিসাবে মোট ৬টি দল অংশ গ্রহন করে। অংশ নেওয়া ফুটবল দল গুলো, জমাদ্দার ডাঙ্গী ফুটবল দল, শুশীল মন্ডলের ডাঙ্গী ফুটবল দল,আর্শাদ মৃধার ডাঙ্গী ফুটবল দল,নদীর পারের ডাঙ্গী ফুটবল দল,স্কুলের গ্রাম ফুটবল দল ও রহমান মৃধার ডাঙ্গী ফুটবল দল।
অংশ গ্রহণকারী দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী আমিরাবাদ স্কুলের ডাঙ্গী ফুটবল একাদশ বনাম নদীর পাড় ডাঙ্গী ফুটবল একাদশ দুটি দলের মাঝে শুক্রবার (২০সেপ্টেম্বর) ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়।
খেলায় আমিরাবাদ স্কুলের ডাঙ্গী ফুটবল একাদশ দুই শূন্য গোলে নদীর পাড় ডাঙ্গী ফুটবল একাদশকে হারায়।
অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ ওচমান গনি মৃধার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথী হিসাবে ফাইনাল খেলায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথী ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ রেজাউল করিম ওরফে হিরু মিয়া।
উল্লেখ্য, টুর্নামেন্টে সেরা গোলদাতা হিসাবে নির্বাচিত হয় মিল্টন কুমার মন্ডল, সেরা গোলরক্ষক মোঃ মিঠু মৃধা, এবং সেরা খেলোয়ার রিফাত মৃধা। গোল দুটি করে আমিরাবাদ স্কুলের ডাঙ্গী ফুটবল একাদশের অধিনায়ক মোঃ খলিলুর রহমান এবং সিফাত হোসেন। খেলায় মিডিয়া পার্টনার হিসাবে ছিলেন সদরপুর খবর অনলাইন পত্রিকা।