১২ অক্টোবর ২০২৪, শনিবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের সদরপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অটিজম শিশুদের অংশ গ্রহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ক্রীড়া পরিদপ্তর কর্তৃক ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ ক্রীড়ানুষ্ঠান হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদরপুর সহকারি কমিশনার ভূমি সজল চন্দ্র শীল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ শাহীন সুলতান রাজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক মিয়া, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবকবৃন্দ। জানাগেছে, ক্রীড়া পরিদপ্তর বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় উৎসব মুখর পরিবেশে অটিজম শিশুরা অংশ নেয়।