২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের সদরপুরে ৪২তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকাল ১০টায় সদরপুর ষ্টেডিয়াম মাঠে আয়োজিত খেলার উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী খেলা শেষে আজ বুধবার বিকেল ৪টায় বাবুর চর উচ্চ বিদ্যালয় ও বাইশরশি শিব সুন্দরী একাডেমী দুটি দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ট্রাইবেকারে ০১ গোলে বাইশরশি শিব সুন্দরী একাডেমী বিজয় লাভ করে।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আরিফ হোসেনসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, উপজেলার ২৩টি প্রতিষ্ঠানের মাঝে এ খেলাধুলা অনুষ্ঠিত হয়।