www.sadarpurkhobor.com

২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

কাজী জাফর উল্লাহকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান--ভাঙ্গার জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা


 নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৫:২৪    রাজনীতি



দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে  আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। জনগনের স্বপ্ন পুরনের জন্য আমি অঙ্গীকারাবদ্ব। এখন জনগনের উপরই নির্ভর করছে বাকী স্বপ্ন পুরনের কাজ। দেশের অগ্রযাত্রা,উন্নয়ন,জঙ্গীবাদ,সন্ত্রাস ও মাদকের বিরুদ্বে লড়াই করতে আবারও নৌকায় ভোট দিতে হবে। আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের মালীগ্রাম কলাতলা নামক স্থানে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে  সভায় আরও বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ,কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি,যুগ্ন সম্পাদক আঃ রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক বি,এম মোজাম্মেল হক, , সাংগঠনিক সম্পাদক  আ.ফ.ম.বাহাউদ্দিন নাসিম, আওয়ামী যুবলীগের সভাপতি  ওমর ফারুক চৌধুরী,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার ,ভাঙ্গা পৌর সভার মেয়র আবু ফয়েজ মোঃ রেজা, ভাঙ্গা  উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সদরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন,মাদকদ্রব্য আর জঙ্গীবাদ আমাদের বড় চ্যালেঞ্জ । মাদকদ্রব্য আমাদের যুবসমাজ ধ্বংস করছে। তিনি  এ বিষয়ে অভিভাবকদের সচেতন হবার পরামর্শ দেন। তিনি বলেন, উন্নয়নের অংশ হিসেবে সড়কের পাশাপাশি স্বপ্নের পদ্মাসেতুর কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই সেতুর অসমাপ্ত কাজ শেষ করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে,অন্যথায় পদ্মাসেতুর কাজ বন্ধ হয়ে যাবে।  এখন বাকী স্বপ্ন পুরনের কাজ আপনাদের হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের স্বার্থে উপস্থিত জনতাকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী জাফর উল্লাহকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। তিনি আরও বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনবাজি রেখে আজীবন লড়াই করে দেশকে বিজয়ী করে স্বাধীন করেছেন। এখন বিজয়ের মাস। এই বিজয়ের মাসে নৌকাকে বিজয়ী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।  আওয়ামীলীগ সরকার বিদ্যুতের উন্নয়নের জন্য যে কাজ করেছে অন্য কোন সরকার তা করেনি। সামনের নির্বাচনে বিজয়ী হলে প্রতিটি ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌছে দেয়া হবে।  ফরিদপর-৪ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য  কাজী জাফর উল্লাহ  তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জীবন বাজি রেখে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছেন। তাই জনগনের ভাগ্যের উন্নয়নের জন্য নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।  এর আগে জনসভা উপলক্ষ্যে বিভিন্নস্থান থেকে কর্মী-সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে বাহারী রংয়ের নৌকা হাতে, রংবেরংয়ের ফেস্টুন প্লাকার্ড নিয়ে সমাবেশস্থলে  পৌছলে মূহুর্মূহ শ্লোগানে সমাবেশ স্থল প্রকম্পিত হয়ে উঠে।
সভা শুরুর আগেই সভামঞ্চের সামনে থেকে ২কিলোমিটার ব্যাপী সড়ক, আশপাশের মাঠ,খোলা জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। পর্যাপ্ত নিরাপত্তাবাহিনীর সদস্যরা আগে থেকেই এলাকাকে নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলে। প্রধানমন্ত্রী  সমাবেমস্থলে এসে পৌছে হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। জনতাও শ্লোগান তুলে, হাত নেড়ে তার শুভেচ্ছার জবাব দেন।  সময় কাজী জাফর উল্লাহ হাত নেড়ে জনগনের শুভেচ্ছার জবাব দেন।






সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   906   জন পাঠক

 আরও খবর


















সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ