www.sadarpurkhobor.com

২৮ এপ্রিল ২০২৪, রবিবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

সদরপুর কলেজে মতবিনিময় সভা শেষে কলেজের উন্নয়নে মাইক্রোবাস দিলেন এমপি নিক্সন চৌধুরী


 সদরপুর প্রতিনিধিঃ    ১৫ অক্টোবর ২০১৮, সোমবার, ১:৪৪    রাজনীতি


সদরপুর কলেজের উন্নয়নে মাইক্রোবাস দিলেন এমপি নিক্সন চৌধুরী


ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর সরকারি কলেজে আজ সোমবার কলেজে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ ড.কাকলী মুখোপাধ্যায় এর সভাপতিত্বে মতবিনিময় সভা করেন অধ্যক্ষ ও প্রভাষকদের সাথে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য চৌধুরী মুজিবুর রহমান নিক্সন।
সভার শুরুতে কলেজ সম্মেলন কক্ষে এমপি’কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় কলেজ প্রশাসন। পরে অধ্যক্ষ কলেজের বিভিন্ন উন্নয়ন ও সমস্যা তুলে ধরে এমপি’র নিকট বিভিন্ন বিষয়ে দাবী জানান। তিনি বলেন, ফরিদপুরের মধ্যে একটি শিক্ষা ক্ষেত্রে এগিয়ে থাকা সদরপুর সরকারি কলেজ। এই কলেজ থেকে শত শত শিক্ষার্থী ভালো রেজাল্ট করে প্রতি বছর। কলেজের অনেক উন্নয়ন করা হয়েছে। সমস্যা সর্ম্পকে তিনি বলেন, বৃষ্টি হলে কলেজ মাঠে পানি জমে, কলেজের পুকুর ভরাট এবং কলেজের  জন্যে একটি গাড়ির জোর আবেদন জানান।
পরে এমপি চৌধুরী মুজিবুর রহমান নিক্সন প্রধান অতিথি হিসাবে বলেন, আমি যখন এই আসনের এমপি ছিলাম না তখন এখানকার মানুষের উন্নয়ন করতে পারিনি। নির্বাচনে আসার পর তিন থানার জনগন আমাকে দাঁড়িয়ে থাকতে বলেন। জনগন ভোটের দায়িত্ব নেন। জনগন তাদের কথা রেখে আমাকে ভোট দিয়েছেন। আমি নির্বাচিত হয়ে অবহেলিত তিন উপজেলার মানুষের জন্যে দিনরাত পরিশ্রম করছি। সাড়ে চার বছরে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। সাধারণ মানুষের অধিকার ও মূল্যায়ন ফিরিয়ে দেওয়া হয়েছে। উন্নয়ন কাজের মাধ্যমেই আসন্ন নির্বাচনে জনগন আমাকে পুনরায় ভোট দিবে।
তিনি আরও বলেন, যারা পূর্বে ক্ষমতায়  ছিলেন তারা কি করেছেন? তিনি শিক্ষকদের বলেন, আপনারা শিক্ষক আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। আপনাদের সুশিক্ষার মাধ্যমে কলেজের শিক্ষার পরিবেশ আরও এগিয়ে যাক। কলেজ প্রশাসনের গাড়ির দাবী প্রসঙ্গে বলেন, আজ আপনাদের কে আমার ব্যবহারের একটি মাইক্রেবাস দিয়ে গেলাম। আগামীতে এমপি হলে কলেজের বাকি সমস্যা গুলোর সমাধান করা হবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে কলেজে ৬তলা বিশিষ্ট একটি ভবন পাশ করানো হয়েছে। আশা করি শীর্ঘই ওই ভবনের কাজ শুরু করা হবে।
বক্তব্য শেষে কলেজ চত্ত্বরে অধ্যক্ষের নিকট ঢাকা মেট্রো-চ-১৯-৫২৮৫ নামের একটি মাইক্রোবাস হস্তান্তর করেন। ওই সময় কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.কাকলী মুখোপাধ্যায় বলেন, কলেজের বিভিন্ন পরীক্ষার খাতা, জরুরী মিটিং,শিক্ষার্থী বা শিক্ষকগন অসুস্থ হলে অনেক টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে চলতে হতো। এতে কলেজের অনেক সরকারি অর্থ ব্যয় হতো। গাড়িটি পাওয়ায় ওইসব অর্থ ব্যয়সহ অনেক সমস্যা থেকে পরিত্রান পাওয়া গেল।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপপ্রচার প্রকাশনা সম্পাদক মোঃ আনিসুর রহমান খান, ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল,তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল ভৌমিক, চরনাছিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাচ আলী, দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির সরদারসহ আরও নেতৃবৃন্দ।



সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   1060   জন পাঠক

 আরও খবর


















সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ