www.sadarpurkhobor.com

২৭ এপ্রিল ২০২৪, শনিবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

নির্বাচনের আগে সাংবিধানিক প্রক্রিয়া থেকে সরে আসার কোনো সুযোগ নেই


 অনলাইন ডেস্ক.    ১৮ আগস্ট ২০১৮, শনিবার, ৪:০২    রাজনীতি


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আগে সাংবিধানিক প্রক্রিয়া থেকে সরে আসার কোনো সুযোগ নেই। বিএনপির এ ধরণের দাবি মামা বাড়ির আবদার।

তিনি আজ শনিবার (১৮ আগস্ট) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব মন্তব্য করেন।

নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা- এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন প্রক্রিয়াই যদি না থাকে তাহলে কোন প্রক্রিয়াই নির্বাচন হবে? বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সংবিধানের বিধান। এই বিধান থেকে আগামী নির্বাচনে সরে আসার সুযোগ নেই। এ ধরনের আবদার মামা বাড়ির আবদার।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে গণমাধ্যমের একটি পক্ষ।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আমি চিনি। তার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। তোমরা বেপরোয়া যাত্রী হবে না। বেপরোয়া পথচারী হবে না। এই অবস্থারও পরিবর্তন দরকার। এসময় তিনি শিক্ষামন্ত্রীকে প্রাইমারি লেভেল থেকে ট্রাফিক রুলস সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার জন্য কোর্স চালু করার অনুরোধ করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি অরাজনৈতিক আন্দোলনকে সর্বাত্মক রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টাকে সরকারি দল হিসেবে আওয়ামী লীগ যা করার করেছে। প্রধানমন্ত্রী ধৈর্য্য ধরতে বলেছেন। তিনি বলেছেন, উত্তেজিত হওয়া চলবে না। তিনি সৎসাহস নিয়ে হিংসাত্মক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন মোকাবিলা করেছেন। আওয়ামী লীগ এখন প্রডাকটিভ পার্টি।

নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, এই আন্দোলনের যৌক্তিকতা আছে। তাদের দাবিগুলো যৌক্তিক। আমি সাত বছরে যাদের কারণে সফল হতে পারিনি, এই শিক্ষার্থীরা তাদের টনক নাড়িয়ে দিয়েছে। এসময় তিনি উল্টো পথে গাড়ি না চালানোর জন্য আহ্বান জানান।

তিনি আরো বলেন, এসকল রাজনৈতিক প্রেক্ষাপটের পরেও আওয়ামী লীগ রিঅ্যাকটিভ নয়, প্রো-অ্যাকটিভ প্রতিক্রিয়া দেখিয়েছে। যার কারণ এই চারটি সিটি কর্পোরেশনে আমাদের জয় হয়েছে। একটি সিটি কর্পোরেশনে মাত্র চার থেকে সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে হার দেখলেন, সেখানে আমরা স্বীকার করে নিিেছ। সাংগঠনিক দুর্বলতার কারণেই আমাদের পরাজয় হয়েছে।

দগুজব সন্ত্রাস-অপপ্রচার রুখে দাঁড়াও বাংলাদেশদ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটি। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু প্রমুখ।


সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   695   জন পাঠক

 আরও খবর


















সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ