১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে সদরপুর স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গতকাল বিকেল ৪টায় আমিরাবাদ ফজলুল হক ইন্সস্টিটিউশন ও চরচাঁদপুর উচ্চ বিদ্যালয় এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ০১শূন্য গোলে আমিরাবাদ ফজলুল হক বিজয়ী হয়।অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, ডাঃ হাদীসহ মুজিবুর রহমান, তারা মিয়া খান,মোঃ সাব্বির হাসান প্রমুখ।