১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব-১৭) বাছাইপর্ব শুরু হয়েছে।আজ রোববার বিকেল ৪টায় সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসন এর আয়োজনে এ খেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান খেলার উদ্বোধন করেন । সদরপুর ও কৃষ্ণপুর ইউনিয়নের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল আহম্মেদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার বৈদ্য, এসআই অপূর্ব কুমার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সদস্য মোঃ তারা মিয়া খান,শিক্ষক লক্ষন চন্দ্র পাল,ইমরাত হোসেন বাচ্চু,মোঃ মুজিবুর রহমানসহ আরও অনেকে।