১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোঃ সাগর শেখ(২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে পিয়াজখালী সদরপুর সড়কের খোকার মোড় এলাকার বাশার মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ সাগর শেখ সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া ঠাকুরচর গ্রামের মোঃ জামাল শেখের পুত্র। অটো চালক মোঃ মানোয়ার খন্দকার আহত হয়ে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে পালিয়ে যান। মানোয়ার খন্দকার ভাঙ্গা থানার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের দক্ষিন আকন বাড়িয়া গ্রামের হারুন খন্দকারের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে সদরপুর থেকে একটি ঢাকা মেট্রো-ড ১১-১০০২ নামের একটি ট্রাক ভাঙ্গারী মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় অটো চালক সদরপুর থেকে আটরশির দিকে যাচ্ছিল। ওই অটো গাড়িতে যাত্রী হিসাবে ছিলেন মোঃ সাগর শেখ। ট্রাক কে পিছনে ফেলে অটো দ্রুত গতিতে সামনের দিকে যাওযার চেষ্টা করলে ট্রাকের তেলের ট্যাংকির সাথে ধাক্কা খায়। ওই ধাক্কায় অটোতে বসা থাকা যাত্রী উপড়ে পড়ে ট্রাকের পিছনের চাকায় তার মাথা পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হয়। ধাক্কায় অটোর সামনের মুখ গুমড়ে যায়।
দুর্ঘটনার ঘটনার সংবাদ পেয়ে সদরপুর ফায়ার সার্ভিস এর ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার সময় পেয়ে সদরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ খসরু ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে ট্রাক ও অটো জব্দ করে। পড়ে মরদেহ থানায় নিয়ে আসে। এবং প্রাথমিক তথ্য বিবরনী শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
নিহত মোঃ সাগর শেখের মৃত্যুর খবর পেয়ে তার বাবা মা ও আতœীয় স্বজনরা সদরপুর থানায় আসে। এ সময় তাদের সন্তান হারানোর আহাজারিতে শোকের মাতম নেমে আসে। নিহত সাগর এবছর এসএসসি পাশ করে ছিলো। তার আরেকটি ভাই রয়েছে । তার নাম মোঃ সুজন শেখ(১৬)। নিহতের বাবা দিনমজুর হিসাবে কাজ করেন।