২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার খাদ্য গুদামের মোড় সংলগ্ন গ্রামীন ব্যাংকের দ্বিতীয় তলায় আজ শনিবার বিকেল ৫টায় হিজামাহ ও চিরোপ্যাথি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। কাজী হাফিজুর রহমান হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন, হিজামাহ ও চিরোপ্যাথি চিকিৎসক হাজী মোঃ আসাজ্জামান বাকী, ঔষধ ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল বাশার, হাফেজ মাওলানা রুহুল আমীন, মোঃ হাসান মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাব্বির হাসান, সদরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
চিকিৎসা বিষয়ে জানা যায়, আধুনিক পদ্ধতিতে হিজামা ওষুধ বিহীন সুন্নতি চিকিৎসার মাধ্যমে মানবদেহের বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়।