২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার | বাংলা কনভার্টার
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্বকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ই মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাদ আকবর চৌধুরী লাবু। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, ভারপ্রাপ্ত কর্মকর্তা সদরপুর থানা সুব্রত গোলদার। এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ,সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার নির্মল চন্দ্র মৃধা,এ্যাডভোকেট ইনজামাম উল হক মিঠুসহ আরও অনেকে।