www.sadarpurkhobor.com

৩ মে ২০২৪, শুক্রবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণ সংসদ নিবার্চনের তফসিল আজ


 অনলাইন ডেস্ক.    ৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪৯    জাতীয়


সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণ

সংসদ নিবার্চনের তফসিল আজ

আজ একাদশ সংসদ নিবার্চনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্তকে সমথর্ন জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পাটির্। তাদের বক্তব্য, সংলাপের অজুহাতে তফসিল পেছানোর কোনো যুক্তিসংগত কারণ নেই

একাদশ জাতীয় সংসদ নিবার্চনের তফসিল আজ ঘোষণা করবেন প্রধান নিবার্চন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নিবার্চন কমিশন (ইসি)।

একাদশ জাতীয় সংসদ নিবার্চনের বিস্তারিত সময়সূচি জানাতে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নিবার্চন কমিশনার কে এম নুরুল হুদা।

তার ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে নিবার্চন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, ‘জাতির উদ্দেশে ভাষণে প্রধান নিবার্চন কমিশনার তফসিল ঘোষণা করবেন। তার আগে বেলা ১১টায় কমিশন সভা বসবে।’

বাংলাদেশ টেলিভিশনের বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ বলেন, ‘বৃহস্পতিবার সকালে সিইসির ভাষণ রেকডর্ করার প্রস্তুতি নেয়া হয়েছে। এ সংক্রান্ত নিদের্শনা আমরা পেয়েছি। সন্ধ্যা ৭টায় ভাষণ সম্প্রচারের প্রস্তুতি আমাদের রয়েছে।’

এদিকে আজ একাদশ সংসদ নিবার্চনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্তকে সমথর্ন জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার নিবার্চন ভবনে গিয়ে সিইসিসহ নিবার্চন কমিশনারদের সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান জানায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। ১৬ সদস্যের এই দলের নেতৃত্বে ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম।

আওয়ামী লীগের আগে বিভিন্ন দল ইসিতে গিয়ে নিজেদের অবস্থান জানিয়ে এসেছে। জাতীয় ঐক্যফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোট সংলাপ শেষ না হওয়া পযর্ন্ত তফসিল ঘোষণা না করার আহবান জানিয়েছে। অন্যদিকে তফসিল না পেছানোর দাবি জানিয়েছে জাতীয় পাটির্ ও যুক্তফ্রন্ট।

ইসিতে বৈঠকের পর এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, তফসিলের বিষয়ে ইসি যে সিদ্ধান্ত নেবে তার প্রতি তাদের সমথর্ন রয়েছে। তিনি বলেন, ‘নিবার্চন কবে হবে, তফসিল ঘোষণার সেই এখতিয়ার কেবল নিবার্চন কমিশনের। আমরা তাদের বলেছি, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমাদের সমথর্ন রয়েছে।’

ইসির সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের কয়েক নেতার আচরণের নিন্দাও জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম।

ইসির সঙ্গে বিভিন্ন দলের বৈঠক তুলে ধরে তিনি বলেন, ‘একমাত্র ব্যতিক্রম ঘটিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট, যাদের মধ্যে অনিবন্ধিত দলও ছিল। তাদের কেউ কেউ ইসির সঙ্গে অমাজির্ত আচরণ করেছেন, আঙুল তুলে হুমকি দিয়েছেন। বাংলাদেশের জনগণ নিবার্চন কমিশনের প্রতি এই ধরনের আচরণ গ্রহণ করবে না, এর জবাব ভোটের মাধ্যমে দেবে।’

আওয়ামী লীগের প্রতিনিধিদল নারী ভোটারদের জন্য পযার্প্ত সংখ্যক বুথ রাখার সুপারিশ করেছে। বয়স্ক ও প্রতিবন্ধীরা যাতে সুবিধামতো ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করার আহ্বানও জানান তারা।

বিকালে নিবার্চন ভবনে ইসির সম্মেলন কক্ষে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের শুরুতে সিইসি নুরুল হুদা বলেন, ‘আমাদের নিবার্চন পরিচালনায় কোনো বিষয় যদি আপনাদের কাজে আসে, সে বুদ্ধি আপনারা দিতে পারেন। আমাদের কোনো কথাও যদি আপনাদের কাজে লাগে, সেটা আমরা বলব।’

আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য রাশিদুল আলম, সভাপতিমÐলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কাযির্নবার্হী সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওছার, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় নেতা তানভীর ইমাম, ফজিলাতুন্নেছা বাপ্পী, এনামুল হক চৌধুরী, সেলিম মাহমুদ ও মুস্তাফিজুর রহমান বাবলা।

তফসিল ৮ নভেম্বরই দিতে

হবে, ইসিকে জাপা

একাদশ জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ৮ নভেম্বর ঘোষণা করতে নিবার্চন কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় পাটির্। বুধবার সকালে জাতীয় পাটির্র (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নিবার্চন কমিশনের সঙ্গে বৈঠক করে এই অনুরোধ জানায়।

দলটি বলছে, বুধবার প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করবেন। তাই সংলাপের অজুহাতে তফসিল পেছানোর কোনো যুক্তিযুক্ত কারণ থাকতে পারে না।

রাজধানীর আগারগঁাওয়ে নিবার্চন ভবনে এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় পাটির্র মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

মহাসচিব বলেন, তারা সংলাপে আটটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ইসির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। তারা ইসিকে বলেছেন, নিবার্চনের তফসিল ৮ নভেম্বর দিতে হবে। ভোটের সময় সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোসর্ হিসেবে ব্যবহার করতে হবে। মনোনয়ন ফরম সহজ করতে হবে। ভোটে কালো টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে। ইভিএম নিয়ে মানুষের আস্থা অজর্ন না করা পযর্ন্ত এটির ব্যবহার না করতে ইসির প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে প্রধান নিবার্চন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, চার কমিশনার ও কমিশন সচিব উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পাটির্র রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবুল হোসেন বাবলা, এম এ সাত্তার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, দেলোয়ার হোসেন খান, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, আব্দুস সবুর আদু ও শফিকুল ইসলাম সেন্টু।

এছাড়া জোটের শরিক নেতাদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাহফুজুল হক, জাতীয় ইসলামী মহাজোটের আবু নাসের ওয়াহেদ ফারুক, বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি উপস্থিত ছিলেন বৈঠকে।

সুত্রঃ দৈনিক যায়যায়দিন।


সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   574   জন পাঠক

 আরও খবর


















সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ