www.sadarpurkhobor.com

৫ মে ২০২৪, রবিবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

সদরপুরে ৪০টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে


 ডেইলি সদরপুর ডেস্ক.    ১৩ অক্টোবর ২০১৮, শনিবার, ৮:২১    জাতীয়


সদরপুর বাজারের পুজা মন্ডপ এখন পূজার জন্য তৈরি

 ফরিদপুরের সদরপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আজ  থেকে শুরু হচ্ছে দূর্গোৎসব। এ কারনে  ইতোমধ্যে পূজা মন্ডপের আশপাশ বর্ণিল শোভাযাত্রা সহ লাইটিং জ্বলছে। প্রতিমা তৈরির আয়োজন শেষ হয়ে এখন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে চলছে সাজ সাজ রব। শুধু হিন্দু সম্প্রদায় নয় দেশের অন্য ধর্মের মানুষেরাও এ উৎসবে অন্তর্ভুক্ত হবেন নানা আয়োজনে।
এ শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সদরপুরে মূর্তি তৈরি শেষে একদিন আগে রং তুলির আঁচড়ের কাজ শেষ করেছে প্রতিমা শিল্পিরা। কারিগররা প্রায় ১মাস দিনরাত ব্যস্ত সময় পার করেছেন প্রতিমা নির্মানে। প্রতিমা শিল্পিরা নির্ধারিত সময়ের আগেই মূর্তি গুলোর কাজ সম্পন্ন করেছে।
অন্যদিকে আয়োজকরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা ও প্রশাসনের কঠোর নজরদারীর আশাতে শান্তিপূর্ণভাবে এবারের দুর্গাপূজা পালন হবে বলেও তারা জানিয়েছেন।
প্রশাসন বলছে, শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে সব ধরণের ব্যবস্থা গ্রহন করেছেন তারা। দুর্গাপূজা সম্পন্ন করতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এ বছর সদরপুর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৪০টি স্থানে দুর্গোৎসব উৎযাপিত হবে। এর মধ্যে সাধারণ-১৬টি, কম ঝুকিপূর্ন-৪টি, ঝুকিপূর্ন-১০টি ও অধিক ঝুকিপূর্ন-১০টি পুজা মন্ডপ রয়েছে।
১৪ই অক্টোবর থেকে সনাতন ধর্মের পঞ্চমী শারদীয়া দুর্গা দেবীর বোধন ও অধিবাসের মধ্য দিয়ে সনাতন ধর্মের সর্ববৃৎ আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে ৫দিনব্যাপী দুর্গোৎসব।
 আজ থেকে সনাতন ধর্মের সর্ববৃহৎ অনুষ্ঠান শুরু হচ্ছে। বাকি সময় টুকুতেই পূজা মন্ডপের আয়োজনের জন্য ব্যস্ত রয়েছে।
আজ সদরপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, নির্মিত প্রতিমাগুলোতে রং তুলির কারু কাজ শেষ করে ওইসব পন্ডপ গুলোকে সজ্জিত করা হয়েছে। এখন অপেক্ষা পূজা শুরুর জন্য।
সদরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ কুমার সাহা বলেন, সদরপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। সকলেই নির্বিঘেœ আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করবে বলে আশা করি।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ লুৎফর রহমান আজ আইন শূঙ্খলা সভায় জানিয়েছেন, পূজা উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক, আনসার ও পুলিশের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে স্ট্রাইকিং ফোর্স তাদের দায়িত্ব পালন করবে। উপজেলার কোনো পূজা মন্ডপকে তিনি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন না। তবে সকল মন্ডপকে সমান গুরুত্ব সহকারে নিরাপত্তার চাদরে বেষ্টিত করে রাখবেন।
তিনি আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার জন্য জরুরী। তিনি আরও বলেন, কেউ যদি নাশকতার চেষ্টা করে তাহলে পুলিশ অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। এছাড়াও এখন থেকেই প্রতিটি পূজামন্ডপ এর নেতৃবৃন্দের সাথে পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখবে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার আজ আইন শূঙ্খলা সভায় বলেন, সদরপুর উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। এখানে কোনও ধরনের সমস্যা হয় না। প্রশাসনের সর্বদা সঠিক ভাবে দায়িত্ব পালনের মধ্যদিয়ে  আশা করি শান্তি পূর্ণভাবে পূজা দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।


সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   1093   জন পাঠক

 আরও খবর


















সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ