www.sadarpurkhobor.com

৪ মে ২০২৪, শনিবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন!


 অনলাইন ডেস্ক.    ২৯ আগস্ট ২০১৮, বুধবার, ২:৩০    জাতীয়


আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহেই হতে পারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে নতুন বছরের জানুয়ারিতে এ নির্বাচন অনুষ্ঠানে আগ্রহী নয় নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়টি এখনো ‘যদি’র মধ্যে ঘুরপাক খাচ্ছে। যদি বর্তমান সংসদে ভোটগ্রহণে ইভিএম অন্তর্ভুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করা হয়, এ বিষয়ে প্রকল্প প্রস্তাব যদি সরকার অনুমোদন করে এবং সব শেষে রাজনৈতিক দলগুলোর বিরোধিতা যদি না থাকে তাহলে এটা সম্ভব হতে পারে। গত কয়েক দিন ধরে ইভিএম নিয়ে ইসি থেকে এমন তথ্যই মিলেছে। গতকাল মঙ্গলবার ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ যা বলেছেন তাতেও এমন ধারণা পাওয়া গেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে গতকাল দুপুরে ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা আছে ইসির। সে লক্ষ্যে দেড় লাখ ইভিএম কেনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে ইসি। নির্বাচনের আগে আইন পাস, রাজনৈতিক দলগুলোর মতামতসহ সব কিছু ঠিক থাকলে সংসদ নির্বাচনের এক-তৃতীয়াংশ আসনে ইভিএম ব্যবহার করার মতো সক্ষমতা থাকবে ইসির।’গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। কারণ নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের স্কুল শুরু হয়ে যাবে। সে সময় নির্বাচন হলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হবে। তা ছাড়া ডিসেম্বরের শেষ দিকে শিক্ষার্থীদের ছুটি থাকে। ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচনী সব প্রস্তুতি গ্রহণ করে কাজ করে চলেছে ইসি। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে ৮০ ভাগের বেশি কাজ সম্পন্ন হয়েছে।’ হেলালুদ্দীন বলেন, ‘ইভিএম ব্যবহার করার আগে এর ভিত্তিস্বরূপ আইন দরকার। ৩০ আগস্ট (আগামীকাল বৃহস্পতিবার) কমিশন সভায় আরপিও সংস্কারসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। সভায় আরপিও সংস্কার প্রস্তাব চূড়ান্ত হলে সেটা ভেটিংয়ের (যাচাই-বাছাই) জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। এরপর মন্ত্রিসভায় অনুমোদন হলে সংসদে যাবে। সংসদে আরপিও সংস্কার প্রস্তাব পাস হলে পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে কমিশন। তখন সিদ্ধান্ত নেওয়া হবে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি হবে না। আর জাতীয় নির্বাচনের পরেই সারা দেশের সব উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানেও ইভিএম ব্যবহার করা হবে।’ এদিকে ইসির তিন হাজার ৮২৯ কোটি টাকার ইভিএম প্রকল্পের বিষয়টি সব নির্বাচন কমিশনার অবগত নন বলে জানা গেছে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এ বিষয়ে কালের কণ্ঠকে বলেন, তিনি বিষয়টি জানেন না। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘প্রকল্প প্রস্তাবটি যখন প্রস্তুত করা হয় সে সময় আমি নির্বাচনী কাজে ঢাকার বাইরে ছিলাম। এ বিষয়ে বিস্তারিত তথ্যই আমার জানা নেই।’ সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, ইভিএম নিয়ে আগামীকালের কমিশন সভায় ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার ঘটনাও ঘটতে পারে। ইভিএম প্রকল্প প্রস্তাবটি অনুমোদন হওয়ার আগেই নানা প্রশ্নের মুখে পড়েছে। প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই নিয়ে আলোচনার প্রয়োজন বলে মত দিয়েছে পরিকল্পনা কমিশন।

 


সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   681   জন পাঠক

 আরও খবর


















সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ