www.sadarpurkhobor.com

৪ মে ২০২৪, শনিবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

ফরিদপুরে আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান ৩০ নারী-পুরুষ আটক


 নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ২:৩২    জাতীয়


শহরের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে সোচ্চার ফরিদপুর জেলা প্রশাসন। এরই ধরাবাহিকতায় সোমবার দুপুরে ফরিদপুর শহরের দুই টি আবাসিক হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আবাসিক হোটেল দুইটি থেকে ৩০ নারী-পুরুষ ও হোটেল ম্যানেজারকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন আদালত।

আদালত দুটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। জানা যায়, ফরিদপুর শহরের নতুন বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত হোটেল নিউ গার্ডেন সিটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিক। অভিযানকালে ওই আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ১২ জন পুরুষ, ৮জন নারী ও হোটেল ম্যানেজার দুইজনকে আটক করা হয়। এসময় বিপুল পরিমান কনডম ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। আটককৃত হোটেলের দুই ম্যানেজারকে ১মাস করে ও অন্যদের ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালতের বিচারক। এদিকে শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে অবস্থিত আবাসিক হোটেল আলবেগ এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। অভিযানকালে ৪জন পুরুষ ও ৪জন নারীকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এসময় বিপুল পরিমান কনডম ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। আটককৃতদের ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালতের বিচারক। ফরিদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিক জানান, শহরের নতুন বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত হোটেল নিউ গার্ডেন সিটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১২ জন পুরুষ, ৮জন নারী ও হোটেলের দুই ম্যানেজারকে আটক করা হয়। আটককৃতদের দন্ডবিধির ১৮৬০ এর ২৯৪ ধারায় প্রত্যেককে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া হোটেলের দুই ম্যানেজারকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল জানান, শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে অবস্থিত আবাসিক হোটেল আলবেগ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৪জন পুরুষ ও ৪জন নারীকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। আটককৃতদের ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 


সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   1205   জন পাঠক

 আরও খবর


















সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ