www.sadarpurkhobor.com

১ মে ২০২৪, বুধবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

সদরপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙ্গনের ঝুঁকিতে শতাধিক পরিবার


 মোঃ সাবির হাসান    ১১ জুলাই ২০১৮, বুধবার, ৩:৩৯    জাতীয়


ছবিঃ চর মানাইর ইউনিয়নের গিয়াস উদ্দিন ফকিরা কান্দি গ্রামের ভাঙন চিত্র দেখছেন উপজেলা প্রশাসন। তখনো দুর্ভোগের বৃষ্টি হচ্ছিল ।


বর্ষার শুরুতেই ফরিদপুরের সদরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙন দেখা দিয়েছে। দিন যত পার হচ্ছে ভাঙন ততই তীব্র আকার ধারণ করছে। ভাঙনের মুখে পড়ে নদ পাড়ের মানুষ প্রতিনিয়ত হচ্ছে জনবিছিন্ন। ঝুঁকিপূর্ন পরিবার গুলো নির্ঘুম রাত কাটাচ্ছে। যে কোন সময় বিলীন হয়ে যেতে পারে তাদের বাড়িঘর বলেও আশংঙ্কা করছেন নদ পাড়ের বাসিন্দারা। এ কারণে দিনরাত ভাঙন আতঙ্কে  চলছে তাদের বাড়িঘর সরানোর কাজ।
প্রতিনিয়ত নদী গর্ভে ফসলি জমি,রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান,মাদ্রাসা মসজিদসহ নদের ভাঙন চরমভাবে হুমকির মুখে পড়ায় তাদের মধ্যে আর্তনাদ বাড়ছে। ভাঙন কবলে রয়েছে চরমানাইর ও চরনাছিরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। গত কয়েকদিনের প্রবল বর্ষণে নদের পানি বৃদ্ধির ফলে চরনাছিরপুর, ঢেউখালী ও চরমানাইর আংশিক এলাকায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ব্যাপক ভাঙ্গনে প্রায় অর্ধ শতাধিক পরিবার ভিটে মাটি হারিয়ে গৃহহীন হয়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন। ভাঙনে এ পর্যন্ত প্রায় ৬০এককের মত ফসলী জমি বিলীন হওয়া খবর পাওয়া গেছে। অপরদিকে দিয়ারা নারিকেল বাড়ীয়া ও চরনাছিরপুর ইউনিয়নের নিচু এলাকায় তলিয়ে যাওয়ার সংবাদও পাওয়া গেছে।
ভাঙনে ক্ষতিগ্রস্থদের নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের গত মঙ্গলবার ১১জুলাই দিনব্যাপী সদরপুর উপজেলা  প্রশাসন  ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। দিনব্যাপী ওই পরিদর্শনে সদরপুর সহকারী কমিশনার (ভূমি)(এস্যিলান্ড) মোঃ জোবায়ের রহমান রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু এহসান মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন, সার্ভেয়ার মোঃ ফারুক হোসেন, চরমানাইর তহশিলদার মোঃ হাফিজুর রহমান ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শন করেছেন।
পরিদর্শনে দেখাযায়, চরনাছিরপুর ইউনিয়নের ছোটকোলপাড় জঙ্গীকান্দি এলাকায় কয়েক একর  ফসলী জমি, শিমুলতুলী হালিম হাওলাদার কান্দি, চরমানাইর ইউনিয়নের গিয়াসউদ্দিন ফকির কান্দি,আদেলদ্দিন মোল্যার কান্দি, চরমানাইর এবং ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া মাদ্রাসা ঘাট এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ওই সব  এলাকায় ইতিমধ্যে প্রায় অর্ধ শতাধিক পরিবার ভাঙ্গনের ফলে ভিটে মাটি হারিয়ে গৃহহীন হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এছাড়াও প্রায় শতাধিক পরিবার নদের ভাঙনের ঝুকির মুখে রয়েছে। ভাঙ্গন অব্যাহত থাকলে যে কোন আরো অনেক পরিবার গৃহহীন হয়ে পড়বে। পরির্দশনে নদী গর্ভে বিলীন ৩৬টি পরিবারের তালিকা করা হয়েছে। তবে চরমানাইর ইউনিয়নের সচিব ৫৬টি পরিবারের তালিকা দিয়েছেন প্রকল্প কর্মকর্তার নিকট।  




সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   1533   জন পাঠক

 আরও খবর


















সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ