www.sadarpurkhobor.com

১ মে ২০২৪, বুধবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

সদরপুরে আড়িয়াল খাঁ নদের ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ


  মোঃ সাব্বির হাসান.সদরপুর.    ৯ জুলাই ২০১৮, সোমবার, ২:১৩    জাতীয়


আজ সোমবার সকাল ১১টায় সদরপুরে আড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত হালিম হাওলাদার কান্দি গ্রামের সামসুদ্দীন মাতুব্বর নদ পাড়ে বসে আহাজারি করছেন।


পদ্মা-আড়িয়াল খাঁ নদী ভাঙনে গৃহহীন হয়ে পড়েছে সদরপুর উপজেলার চরমানাইর ও চরনাছিরপুর দুইটি ইউনিয়নের অর্ধশতাধিক পরিবার। গত এক সপ্তাহে আড়িয়াল খাঁ নদের গর্ভে বিলীন হয়ে গেছে প্রায় ১০টি গ্রাম। বর্ষা শুরু হতে না হতেই ভাঙনের মুখে পড়েছে হতদরিদ্র চরাঞ্চলের মানুষ। একদিকে ভাঙন অন্যদিকে নদে পানি বৃদ্ধি থাকায় গত এক সপ্তাহ যাবত ব্যাপক আকারে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙনে দিন দিন গৃহহীনের সংখ্যা বাড়ায় বর্তমানে দিশেহারা ওই অঞ্চলের খেটে খাওয়া মানুষ। চরনাছিরপুর ইউনিয়নের ভাঙ্গন কবলিত গ্রামগুলো, শিমুলতুলী বাজার অংশ, হালিম হাওলাদার কান্দি, খলিফা কান্দি, ছোটকোলপাড়, ছোট কোল,জামাল শিকদারের কান্দি,ইব্রাহীম মুন্সীর কান্দি,চেরাগ আলী হাজীর কান্দি,চেরাগ আলী মুন্সীর কান্দি, বাদশা কান্দি,মোল্যা কান্দি, কাজী কান্দি, করিম মোল্যার কান্দি গ্রাম গুলো ভাঙনের মুখোমুখী রয়েছে। ও চর মানাইর ইউনিয়নের গিয়াস উদ্দিন ফকির কান্দি, গিয়াস উদ্দিন বেপারী কান্দি, হাজারী হাজীর কান্দিসহ আরও বেশকিছু গ্রাম ক্ষতিগ্রস্থ এলাকাসুত্রে জানা গেছে এ সুত্র।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


ভাঙ্গনে ওই গ্রাম গুলোর প্রায় অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে ব্যাপকহারে ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো গৃহহীন হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। বাড়িঘর,গবাদিপশু,গাছপালা ইতোমধ্যে নদীগর্ভে বিলীন  হয়ে যাওয়ায় নানা সংকট দেখা দিয়েছে হাহাকারে থাকা পরিবার গুলোর মাঝে। দিনরাত এখন তাদের নিত্য সঙ্গী নদের ভাঙ্গনের সাথে যুদ্ধ। অনেক পরিবার তড়িঘড়ি করে তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে আনছে তাদের সর্বশেষ অবলম্ভনগুলো। দেখা গেছে নদের বুকে ভাসছে মৃত গবাদি পশু ও বসতি ঘরের কিছু অংশ। এছাড়াও নদের পানিতে ভাসছে চরাঞ্চলের হতদরিদ্র মানুষের শেষ সহায় সম্বল লেপ,বালিশ।
জানা যায়, ইতোমধ্যে চরনাছিরপুর ইউনিয়নের হালিম হাওলাদার কান্দি গ্রামের নয়া বাড়ি মসজিদ, হাওলাদার বাড়ি মসজিদ নদী গর্ভে বিলীন ও তোতা মাতুব্বর, কাদের মাতুব্বর,দেলোয়ার মাতুব্বর, সহিদ শেখ,জাহাঙ্গীর শেখসহ আর বেশকিছু  পরিবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্থরা বলেন, হঠাৎ নদীর প্রবল আকারে ভাঙনের মুখে কোনো মতে জীবন নিয়ে ফিরে এসেছি। বসতভিটাসহ বসতি সবই নদীতে চলে গেছে। মাঝরাত থেকে হঠাৎ বড় বড় চাপ পড়ছে। ছেলে সন্তান নিয়ে খোলা আকাশের নিচে, রাস্তার পাশে সংসার করছি। এ পর্যন্ত ওই ইউনিয়নের প্রায় শতাধিক একর ফসলি ও বসতভিটার জমি নদে বিলীন হয়ে গেছে। প্রায় ১৬হাজার লোকের বসবাস রয়েছে ইউনিয়নটিতে।
ভাঙনে ক্ষতিগ্রস্থ বানু বেগম(৪২), পিয়ারা খাতুন(৩৮) ও  নাদিরা বেগম(৪৬), জানান, কি আর কমু  ভাই আমাদের সব কেড়ে নিয়েছে রাক্ষুসে নদী। সবই চলে গেছে। এখন কি করবো জানিনা। ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুবই কষ্ট করে দিন চলছে।  আরেক গ্রমাবাসী সামসুদ্দীন মাতুব্বর হঠাৎ করে ভাঙনে কয়েকটি ঘর নদে চলে গেছে। ফসলি জমিও নদীর গর্ভে রয়েছে। ভাঙন থামছে না। কোথায় যাবো কি করবো ভেবে পাচ্ছিনা।
ভাঙ্গনে হুমকির মুখে রয়েছে চরমানাইর ইউনিয়নের চর বন্দর খোলা ফাজিল মাদ্রাসা, চর বন্দর খোলা নাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় মসজিদ ও বিভিন্ন পেশাজীবি সংগঠন কেন্দ্র। অপরদিকে জমাদ্দার বাড়ি মসজিদ,বেপারী বাড়ি মসজিদ,দক্ষিণ চরডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠাত ভাঙন হুমকির মুখে রয়েছে।
চরনাছিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্কাচ আলী জানান, আমার ইউনিয়ন পদ্মা-আড়িয়াল খাঁ নদ বেষ্টিত। প্রাকৃতিক দুর্যোগের মুখে থাকতে হয় বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র মানুষের। এবছর বর্ষার শুরুতেই নদের পাড় ভাঙন দেখা দিয়েছে। আমি দিনরাত নিয়মিত সকলের খোজখবর রাখছি। নদের ভাঙন কবলিতদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


চরমানাইর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী জানান, চরম হুমকির মুখে রয়েছে ইউনিয়নের কয়েকটি গ্রাম সাথে রয়েছে মাদ্রাসা,প্রাথমিক বিদ্যালয়। ভাঙন আতঙ্কে রয়েছে এলাকাবাসী। তিনি আরও বলেন এ পর্যন্ত ইউনিয়নের প্রায় ৬০একর ফসলি জমি নদী গর্ভে চলে গেছে।
এ ব্যাপারে সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মোঃ আবু এহসান মিয়া জানান, নদের ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকার কাজ চলছে। ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবার কে আশ্রয়ন পাঠানোর কথাও জানান তিনি।
এ ব্যাপারে সদরপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও কামরুন নাহার জানান, সংবাদ পেলাম সংশ্লিষ্টদের সাথে কথা বলবো।





সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   1439   জন পাঠক

 আরও খবর


















সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ