www.sadarpurkhobor.com

১ মে ২০২৪, বুধবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

চরভদ্রাসনে অপহরণ আতংকে স্কুলে যাওয়া বন্ধ দুই কিশোরীর


 অনলাইন ডেস্ক.    ৫ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৬:১৪    জাতীয়


এই বখাটেরা গাঁ এখন ঘাঁ ঢাকা দিয়েছে। তাদের আটকে অভিযান চলছে।

চরভদ্রাসন প্রতিনিধি :
ইভটিজিংয়ের শিকার হয়ে অপহরন আতংকে দিন কাটছে স্কুল পড়ুয়া জমজ দুই বোনের। দুই বোনের স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। এই ঘটনায় বুধবার দুপুরে জমজ দুই বোন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের চরভদ্রাসর উপজেলায়। চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরসুলতানপুর গ্রামের শহিদুল ইসলাম মন্ডলের মেয়ে চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী দুই জমজ বোন কাজল (১৩) ও রেখা (১৩)। অভিযোগ সূত্রে জানা যায়, গাজীরটেক ইউনিয়নের বেপারী ডাঙ্গী গ্রামের বখাটে মিজান (২৫), তামেল (২২), আকমাল (২১), রাজু (২২), রনি (২০), রাশেদ (২১) ইমরান বেপারী (২৩) ও আইয়ুব খালাসী (২৫) কিছুদিন যাবৎ ওই দুই জমজ কিশোরীকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। দু’দিন আগে কাজল তার ভাইয়ের মোটরসাইকেলে চড়ে স্কুল থেকে বাড়ী ফেরার পথে বখাটেরা তাকে টেনে হিচরে অপহরন করার চেষ্টা করে। এসময় কাজলের ভাই রাকিব হোসেন (২৪) বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে বখাটেরা। রাকিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর বুধবার বেলা ১১ টার দিকে ওই বখাটে দল জমজ কিশোরীর বাড়ীতে এসে হামলা চালায়। কিশোরীর চাচাতো ভাই বাসার মন্ডল (৪২) ও তুষার মন্ডল (২৪) কে হাতুরী পেটা করে গুরুতর আহত করে তারা। তাদেরও চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় বাড়িতে থাকা দুই বোন কাজল ও রেখা পালিয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়। দুই বোন কাজল ও রেখা স্থানীয় সাংবাদিকদের জানায়, গত ডিসেম্বর থেকে উক্ত বখাটে গ্রুপ তাদের পিছু লেগেছে। তারা স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া আসার সময় প্রতিনিয়ত কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিছুদিন আগে টিফিন আওয়ারে উক্ত বিদ্যালয়ের পাশ থেকে দুই বোনকে কুপ্রস্তাব দিয়ে হাত ধরে টানাটানি করে ব্যার্থ হয়। গত শনিবার স্কুল থেকে বাড়ী ফেরার জন্য ভাইয়ের মোটরসাইকেলে উঠলে বখাটে গ্রুপ ভাইয়ের সামনে মোটরসাইকেল থেকে টেনে হিচড়ে নামিয়ে অপহরনের চেষ্টা চালায়। এ সময় ভাই রাকিব হোসেন বাঁধা দিতে গেলে বখাটেরা তাকে এলোপাথারী কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে।
তারা জানায়, স্থানীয় গ্রাম্য মাতুব্বররা উক্ত বিষয়টি নিয়ে আপোষ মিমাংষার বৈঠক করার অজুহাত দেখিয়ে আইনের আশ্রয় নিতে দেয় নাই বলে কিশোরীরা জানায়। বখাটেদের ভয়ে তারা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে বাড়ীতেই ছিল। বুধবার তাদের বাড়িতে হামলার চালানোর পর তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে ইউএন’ওর কাছে অভিযোগ দেয়। চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন কামরুন নাহার , অভিযোগ পেয়েছি। দ্রুত ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হবে এবং বখাটেদের পেলেই মোবাইল কোর্টের মাধ্যমে জেল দিয়ে দেবো। এই বিষয়ে গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্রী অপহরন করার চেষ্টা চালানোর পরও তারা অস্ত্র নিয়ে এলাকায় ঘুরে বেড়ায় এবং স্থানীয় কোনো মুরুব্বির কথাও বখাটেরা মানে না বিধায় আইনের শাষন ছাড়া আর কোনো পথ নেই বলেও তিনি জানান। এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত বলেন, ইভটিজিংয়ের ঘটনায় কিশোরীর পরিবারের কেউ আমার কাছে আসে নাই। তবে বুধবার পুনরায় বখাটেরা হামলা চালিয়েছে বলে খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বখাটেরা গাঁ ঢাকা দিয়েছে। তাদের আটকে অভিযান চলছে।

 


সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   1083   জন পাঠক

 আরও খবর


















সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ