২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
মোঃ সাব্বির হাসান
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর,ভাষানচর, চরবিষ্ণপুর, ঢেউখালী ও কৃষ্ণপুর পাঁচটি ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে ৫টি ড্রেজার বিকল করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার বিকেলে উপজেলার আড়িয়াল খাঁ নদী ও শাখা খালগুলোতে অবৈধভাবে নদে ড্রেজার বসিয়ে মাধ্যমে প্লাষ্টিক পাইপ টেনে বালুমাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৫টি ড্রেজার মেশিন ও প্রায় পাঁচ হাজার মিটার পাইপ ফুটা করে দেয় আদালত।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনে ড্রেজার বিকল ও প্রায় ১৩শ ফুট পাইপ ধ্বংস করে আদালত। আদালতের গাড়ি ও অভিযানের টের পেয়ে আগে থেকেই ড্রেজার মালিকগন পালিয়ে যায়। আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল। আদালতে উপস্থিত ছিলেন সদরপুর থানা পুলিশের সদস্যরা।
সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সব সময় তৎপর আছে।