২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের দুলাল মাতুব্বরের ডাঙ্গী গ্রাম থেকে নিখোজের চারদিন পর
শিশু রোমান বেপারী(৪) এর মৃতদেহ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। নিহত রোমান বেপারী ওই গ্রামের আঃ রহিম বেপারীর পুত্র।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া এলাকার আড়িয়াল খাঁ নদীর তীরের একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সদরপুর থানায় নিয়ে আসে। প্রাথমিক তথ্য বিবরনী শেষে মরদেহটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারকালে ফরিদপুর জেলার ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী, সদরপুর থানার অফিসার্স ইনচার্চ এস এম তুহিন আলী উপস্থিত ছিলেন।
এ ঘটনায় থানা পুলিশ প্রাথমিক জিঞ্জাসাবাদের জন্য তিনজন কে আটক করেছে। আটককৃতরা হলেন আকবর(২২),রহিম সেক(৫০),সজল(১৮)।
জানাগেছে, নিহত রোমানের বাবা রহিম বেপারী অভিযোগ করেন গত চার ফেব্রুয়ায়ী বিকেল সাড়ে পাঁচটার দিকে নিখোঁজ হয়। তার আতœীয় আনোয়ারা বেগম,মনোয়ারা বেগম ও নাসিমা বেগম তার সন্তানকে নিয়ে যায়।
এ ব্যাপারে সদরপুর থানা পুলিশের উপপরিদর্শক মোঃ মাসুদুর রহমান জানান, এ ব্যাপারে একটি সাধারণ ডায়রী করা হয়েছে। প্রাথমিক জিঞ্জাসাবাদের জন্য তিনজন আটক করা হয়েছে।