২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জাকেরের ডাঙ্গী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কে পাল্টাপাল্টি মামলা করা হয়েছে।
জানা গেছে, আক্তার শেখ ও ছলেমান শেখ এর মধ্যে পৈত্তিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৭-১২-২০২০ইং তারিখে বিকেল অনুমান সাড়ে ৪টার দিকে জমি দখল করা কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের দুজন আহত হয়ে সদরপুর হাসপাতালে চিকিৎসাধীন থাকে। পরে ফরিদপুর ২নং আমলী আদালতে উভয় পক্ষই আলাদা আলাদা করে মামলা দায়ের করে।
এলাকাবাসী আক্কাছ শেখ ও জিকু শেখ বলেন, আক্তারের পৈত্তিক সম্পত্তির ২৭নং মোলামের ডাঙ্গী মৌজার ২৬০৪নং খতিয়ানের ৯৫১নং বিএস দাগের ৬শতাংশ জমি সুরমান শেখ ওরফে ছলেমান শেখ জোরপূর্বক দখল করে ছাপড়া ঘর নির্মান করতে গেলে আক্তারের পক্ষ বাধা দিলে এ মারামারি ঘটনা ঘটে। কিন্তু পৈত্তিক সুত্রে প্রকৃত মালিক আক্তার শেখ। উক্ত বিষয়টি নিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে উভয় পক্ষের মামলা চলমান রয়েছে।