১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের সদরপুর উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি শোকর্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়, এসিল্যান্ড সজল চন্দ্র শীল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, যুবদের মাঝে ঋন বিতরণ,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামাণ্য চলচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।