১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের সদরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার দায়ে সদরপুর ইউনিয়নের সাতজন কে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার সকালে ও বিকেলে ভাঙ্গা ও সদরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে সহিংসতার কারনে তাদের আটক করে সদরপুর থানা হেফাজতে রাখা হয়।
পরে ইউএনও সদরপুর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত প্রত্যেককে ২মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়।
আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ বায়েজিদুর রহমান।
দন্ডিতরা হলেন, মোঃ জিন্নাত হোসেন(২৪),মোঃ শওকত মোল্যা(২৫),গফফার মাতুব্বর(২৩), ফয়সাল মাতুব্বর(২৬), আসাদ মোল্যা(২৪),ফরহাদ মজুমদার(২৩),রাহেল মোল্যা(২২)।
গনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২এর অনুচ্ছেদ ৯০(খ)এর অধীন প্রনীত জাতীয় সংসদ নির্বাচন আচরনবিধি ২০০৮ এর বিধি ১১এর গ ধারা মোতাবেক এ কারাদন্ড দেওয়া হয়।