১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লাখ শহীদের তাজা রক্তের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের এই মাসে, বাঙালি অর্জন করেছে একটি লাল-সবুজের পতাকা ও স্বাধীন সার্বভৌম দেশ। ডিসেম্বর বাঙালি জাতীর গৌরবময় স্বাধীনতা ও অহংকারের মাস। একই সাথে স্বজন হারানোর বেদনাবিধুর এক শোকগাঁথার মাসও এটি।
দীর্ঘ দুশত বছর ব্রিটিশ শাসন-শোষণের পর ১৯৪৭ সালে উপমহাদেশে জন্ম হয় দুইটি রাষ্ট্র ভারত ও পাকিস্তানের। যদিও পাকিস্তান একটি রাষ্ট্র হলেও এটির ছিলো দুটি অংশ। পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। তবে এই দুটি অংশের ভৌগলিক, সাংস্কৃতিক ও ভাষাগত প্রেক্ষাপট ছিলো সম্পূর্ণ আলাদা। একটা সময় পূর্ব পাকিস্তান ও এর জনগণকে রীতিমত শাসন থেকে শোষণ করতে শুরু করে পশ্চিম পাকিস্তান। যা পরে অত্যাচারের পর্যায়ে নেমে আসে। দীর্ঘ তেইশ বছর শোষিত হওয়ার পর অত্যাচারের শৃঙ্খল থেকে বাঁচার আশায় ১৯৭১ সালের ৭ই মার্চ মুক্তির সংগ্রামের ডাক দেন বাঙ্গালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দেয় দেশের আপামর জনতা এবং দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লাখ শহীদের তাজা রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় বিজয়।
বিজয়ের প্রথম প্রহরে ডেইলি সদরপুরের পক্ষ থেকে জানাই ১৯৭১ সালের সকল শহীদ ও সম্ভ্রম হারানো মা-বোনদের বিনম্র শ্রদ্ধা ও সালাম।