১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের সদরপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সজল চন্দ্র শীলের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে রুপা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী।
জানা যায়, আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের নতুন সাহেবেরচর আজিজ খার ডাঙ্গী গ্রামের বাবুল বেপারীর স্কুল পড়–য়া মেয়ে রুপা আক্তারের সাথে চরবিষ্ণুপুর ইউনিয়নের কোলপাড় সমসের প্রামনিকের দুবাই প্রবাসী পুত্র রশীদ প্রামানিক (২৮)এর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। গোপনে খবর পেয়ে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেয় আদালত। পরে বিয়ে বাড়ি থেকে কনে ও তার বাবা কে আটক করে সদরপুরে নিয়ে আসে ভ্রাম্যমান আদালত। অপরদিকে আদালতের উপস্থিতির টের পেয়ে বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বর ও তাদের লোকজন।
পরে কনের বাবা বাবুল বেপারী ও স্থানীয় ইউপি সদস্য আয়নাল বেপারীর কন্যা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ অনুষ্ঠিত হবে না এই মর্মে মুচলেকা দেন নির্বাহী ম্যাজিট্রেট কে।
ওই মুচলেকার প্রক্ষিতে তাদের ছেড়ে দেয় আদালত। রুপা আক্তার উপজেলার এ্যাড. রতন আলী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্রী।
উল্লেখ্য ২০১৮সালের ২০শে নভেম্বর ফরিদপুর নোটারী পাবলিক কার্যালয়ে এ্যাডভোকেট মোখলেচুর রহমান এ বিবাহের এফিডেভিট করেন।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, নোটারী পাবলিকের মাধ্যমে বাল্য বিয়ে হচ্ছে। এই অবৈধ নোটারী বন্ধ না করা হলে কোনো ভাবেই বাল্যবিয়ে প্রতিরোধ করা যাবে না।