১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার | বাংলা কনভার্টার
বলিউডের তারকা প্রেমিক যুগল রণবীর সিং-দীপিকা পাডুকোন। চলতি বছরের শুরু থেকেই তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। ‘আই লাভ রণবীর’ এ ভাবেই একসময় নিজের মনের কথা জানাতেন দীপিকা। শরীরে এঁকেছিলেন ‘আর কে’ ট্যাটু।
কিন্তু এখন আর আগের মতো পাগলামিটা নেই। এবার ঠাণ্ডা মাথায় এগুচ্ছেন তিনি। মনের খবর এতো তাড়াতাড়ি কাউকে জানাবেন না বলে ঠিক করে রেখেছেন তিনি। প্রতিবারের মতো এবারও এড়িয়ে গেলেন। কিন্তু অস্বীকার করলেন না। শুধু জানালেন, খুব শিগগিরই তোমাদের সঙ্গে শেয়ার করব। মুখে না বললেও, বরাবর রণবীর সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের আভাস তিনি দিয়ে গিয়েছেন। ইঙ্গিতের সেই সিঁড়ি বেয়ে আজ বিয়ের পথে বলিউডের এই তারকাযুগল। শোনা যাচ্ছে, আগামী ২০ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তাঁরা। জানা গিয়েছে, অভিনেতা-অভিনেত্রীর অলওয়েজ ফেভারিট হলি-ডে ডেস্টিনেশন ইতালি। তাই এই জায়গাকে বিয়ের ভেন্যু হিসাবে বেছে নিয়েছেন এই লাভ বার্ডস। আসলে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে চান না রণ ও দীপি। তাই ডেস্টিনেশন ওয়েডিং বেছে নিয়েছেন তাঁরা। এমনকি বিয়েতে নিমন্ত্রিত থাকবেন দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা। জানা গিয়েছে সেই লিস্ট ৩০ জনের বেশি নয়। এছাড়া নিজেদের ব্যক্তিগত মুহূর্তগুলো প্রাইভেট রাখতে চান রণ-দীপি। সে কারণে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মোবাইল ব্যবহার না করার অনুরোধ করবেন। বিয়ের পাঠ চুকে গেলে আবার ফোন ইউজ করতে পারবেন তাঁরা। ভারতীয় এক গণমাধ্যম জানিয়েছে, বিয়ের আগে ১০ দিন ধরে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য পুজো রাখতে চান দীপিকার মা। মায়ের সেই ইচ্ছেকে সম্মান জানাতেই রণ-দীপির বিয়ের সেলিব্রেশন শুরু হচ্ছে ১০ দিন আগে থেকেই। তাই নভেম্বরের প্রথম সপ্তাহেই পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে পৌঁছে যাবেন রণবীর সিং। সেখানেই করা হবে পুজোর আয়োজন। তা ছাড়া দীপিকার মা বেঙ্গালুরুর নন্দী মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলে নিয়েছেন। পাত্র-পাত্রীকে নিয়ে সেখানেও নাকি পুজোর আয়োজন করা হবে। আর তারপরই ম্যারেজ ডেস্টিনেশন ইতালিতে উড়ে যাবেন তাঁরা। প্রসঙ্গত, রানবীর-দিপিকার প্রেমের শুরু সঞ্জয় লীলা বানসালির সূত্র ধরে। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের জুটি গোড়া থেকেই সুপারহিট। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পরপর তিনটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন বলিউডের ‘দীপবীর’ জুটি। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’-বানসালির তিন ছবিতে এই জুটিকে দর্শক দারুণ পছন্দ করেছেন।