২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার | বাংলা কনভার্টার
সরকার দেশের প্রতিটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার মহাপরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। এরই অংশ হিসেবে ফরিদপুরের ‘মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ প্রকল্পসহ ১৩ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ’ প্রকল্পে ব্যয় হবে এক হাজার ২০২ কোটি ৪৯ লাখ টাকা। এ টাকার পুরোটা সরকার জোগান দেবে।
ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মধুখালী এবং খুলনা বিভাগের মাগুরা জেলায় এ প্রকল্প এলাকা। রেলপথ মন্ত্রণালয়ের মাধ্যমে ২০১৮ সালের মে থেকে ২০২২ সালের এপ্রিলে বাস্তবায়িত হবে প্রকল্পটি।
মন্ত্রীর দেয়া তথ্যমতে, আজকের বৈঠকে অনুমোদন হওয়া ১৩টি প্রকল্পে মোট বাস্তবায়ন খরচ ধরা হয়েছে ৯ হাজার ৫১৮ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৮৫৪ কোটি ৬৯ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ৭১ কোটি ৫৯ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৫৯২ কোটি ৩৪ লাখ টাকা খরচ করা হবে।