www.sadarpurkhobor.com

২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

বাজপেয়ীর মৃত্যু : ৭ দিনের রাষ্ট্রীয় শোক, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ


 আন্তর্জাতিক ডেস্ক :    ১৮ আগস্ট ২০১৮, শনিবার, ১০:৫৬    আন্তর্জাতিক


ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে ভারতজুড়ে সাতদিন জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। দেশটির সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাতদিনের শোক ঘোষণা করেছে। পাশাপাশি শিক্ষা-প্রতিষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালে মারা যান বাজপেয়ী। গত ৯ সপ্তাহ ধরে এই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে কেন্দ্রীয় সরকার দেশটিতে সাত দিনের শোক ঘোষণা করেছে। অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার নয়াদিল্লি, পাঞ্জাব ও উত্তরাখণ্ড রাজ্য সরকার সাধারণ ছুটির ঘোষণা দিয়েছে। বিজেপের দীর্ঘদিনের এই নেতা কিডনি, মূত্রনালী ও বুকে সংক্রমণ নিয়ে গত ১১ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাবেক এই বিজেপি প্রধানকে দেখতে গত ২৪ ঘণ্টায় অন্তত দু’বার হাসপাতালে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গয়াল, বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ অনেকেই তাকে দেখতে হাসপাতালে যান। নব্বইয়ের দশকে তিনবার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বাজপেয়ী স্বাস্থ্যগত কারণে কয়েক বছর আগে রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন। তিনি প্রথমে ১৯৯৬ সালে মাত্র ১৩ দিনের জন্য, এরপর ১৯৯৮ সালে ১৩ মাস ও পরে ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা প্রায় ছয় বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর বাজপেয়ী ছিলেন ন্যাশনাল কংগ্রেস পার্টির বাইরে প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো মেয়াদ দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর বাজপেয়ীকে ভারতরত্ন দেওয়া হয়। তুখোড় সাংবাদিক, কবি, বাগ্মী বাজপেয়ী দীর্ঘ রাজনৈতিক জীবনের ব্যস্ততার মধ্যেও অবসর পেলেই কাব্যচর্চা করতেন। একসময় তিনি যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে। ১৯৭৭ সালে জনতা পার্টি সরকারে মন্ত্রী হন তিনি। কিন্তু পরে সঙ্ঘপন্থি অন্য নেতাদের সঙ্গে বাজপেয়ীও জনতা পার্টি ছেড়ে গড়ে তোলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ১৯৮০ সালে দলটির প্রথম সভাপতিও হন তিনি। এর ১৬ বছর পর বাজপেয়ী প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর হারের দায় কাঁধে নিয়ে প্রধান বিরোধী দলনেতার পদ আর নেননি বাজপেয়ী। এরপরই ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি।পরে স্বাস্থ্যর অবনতি হতে থাকলে গত কয়েক বছর ধরে নিজেকে বাসভবনের ভেতরই অন্তরীণ করে রাখেন বর্ষীয়ান এ নেতা। প্রধানমন্ত্রিত্ব ছাড়াও ভারতীয়রা বাজপেয়ীকে মনে রাখবে এক দুর্দান্ত সাংসদ, কবি, বাগ্মী ও গণতন্ত্রের এক অতন্দ্র প্রহরী হিসেবেও। প্রধানমন্ত্রী হিসেবে রাজধর্ম বরাবরই তার কাছে ছিল প্রথম প্রাধান্যের বিষয়। ২০০২ সালে গুজরাটে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতার সময় এ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজধর্ম পালনের পরামর্শ দিয়েছিলেন বাজপেয়ী। ভারত যদি ধর্মনিরপেক্ষ না হয়, তা হলে ভারত ভারতই নয়; এমন মন্তব্যও শোনা গিয়েছিল তার মুখে।

 

 


সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   963   জন পাঠক

 আরও খবর














সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ