১৯ জানুয়ারি ২০২৫, রবিবার | বাংলা কনভার্টার
বেশ কদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। আজ বৃহস্পতিবার (১৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (এইমস) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে অবস্থার অবনতি হলে বুধবার (১৫ আগস্ট) রাত থেকেই লাইফ সাপোর্টে ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির শীর্ষ নেতারা। হাসপাতালে তাকে দেখতে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং, চত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংসহ আরো অনেকে। দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে ছিলেন বিজেপির এই প্রথম প্রধানমন্ত্রী। গত দু’মাস ধরে গুরুতর অসুস্থ হয়ে গত ১১ জুলাই কিডনি সংক্রমণ নিয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন ভারতের ১০ম প্রধানমন্ত্রী বাজপেয়ী। এছাড়া বুকে ব্যথাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।