১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার | বাংলা কনভার্টার
একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল শ্রীলঙ্কা আর দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে যে এতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা কে জানতো! মাত্র ৯৮ রান তাড়া করার ম্যাচও যেন ২০০ রান তাড়া করার ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল। শেষপর্যন্ত অনেক কষ্টে ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী প্রোটিয়া দল। কিন্তু এই সিদ্ধান্ত প্রথম থেকেই ভুগিয়েছে প্রোটিয়া ব্যাটসম্যানদের। ওপেনার কুইন্টন ডি ককের ১১ বলে ২০ রান ছাড়া আর কেউ পার করতে পারেননি কুড়ি রানের কোটা। আরেক ওপেনার হাশিম আমলা শূন্য রানে ফিরে গেলে দুই নম্বরে ব্যাট করতে আসা রেজা হ্যানরিকস করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান। বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে। লঙ্কান বোলার লাকসান সান্দাকান ৩ উইকেট এবং আকিলা ধানাঞ্জায়া ও ধানাঞ্জায়া ডি সিলভা ২টি উইকেট করে। ১৬ ওভার ৪ বলে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ৯৯ রান তাড়া করতে নেমে লঙ্কানদেরও একই দশা। দুই ওপেনারের কুশল মেন্ডিস আর কুশল পেরেরার ব্যাটে আসে মাত্র ৪ রান। দুই আর তিন নম্বরে ব্যাট করতে এসে দলের হাল ধরেন দিনেশ চান্দিমাল এবং ধানাঞ্জায়া ডি সিলভা। সিলভা ৩১ রানে বিদায় নেয়ার পর একপ্রান্তে দাঁড়িয়ে আসা-যাওয়ার মিছিল দেখছিলেন চান্দিমাল। কিন্তু শেষপর্যন্ত টিকে থেকে দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে। ৯৯ রান নিতে লঙ্কানদের খেলতে হয় গোটা ১৬ ওভার। উইকেট যায় ৭টা। দিনেশ চান্দিমাল করেন ৩৩ বলে ৩৬ রান। প্রোটিয়াদের হয়ে ২টি উইকেট করে নেন কাগিসো রাবাদা, তাবারিজ শামসি ও জুনিয়র ডালা। বল হাতে দুই উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৩১ রান নেয়ায় ম্যাচ সেরার পুরস্কার উঠে ধানাঞ্জায়া ডি সিলভার হাতে।