১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার | বাংলা কনভার্টার
শাহরুখ খানের মেয়ে সুহানা খান তার বন্ধু চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের সঙ্গে পার্টিতে নেচেছেন। সেখানে তাদের আরেক বন্ধু সানায়া কাপুরও ছিলেন। পার্টির ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাহরুখ কন্যা। সেখানে সুহানা, অনন্যার হাতে পানীয়-ভর্তি গ্লাসের ছবিও দেখা যায়। শাহরুখ কন্যার নাচের সেই দৃশ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।সম্প্রতি ভোগ ম্যাগাজিনের হয়ে করা ফটোশুটে একেবারে অন্যরকম লুকে দেখা যায় সুহানাকে। মেয়ের ফটোশুট নিয়ে শাহরুখ খান বলেন, সুহানার এবার দায়িত্ব বেড়ে গেল। ভোগের মতো ম্যাগাজিন যেভাবে তাকে সুযোগ করে দিয়েছে, তাই এবার তার মেয়েরও দায়িত্ব দর্শকদের প্রত্যাশা পূরণ করা। অন্যদিকে করণ জোহর, সঞ্জয় লীলা বানশালী, সুজয় ঘোষের মতো পরিচালকরা শাহরুখ-কন্যাকে সিনেমায় অভিনয় করার জন্য প্রস্তাব দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত কোন পরিচালকের হাত ধরে সুহানা বলিউডে পা দেবেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।