১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাঙ্গী গ্রামে এক তরুনীকে(১৯) ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার(১৯ জুলাই) দিবাগত রাতে ফুপু বাড়ীতে বেড়াতে আসে ঐ তরুনী। রাতে ঘরের বাইরে বের হলে দূর্বৃত্তরা তাকে জোড় করে ধরে নিয়ে ধর্ষন করে বলে অভিযোগ তার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধর্ষিতার বড় ভাই চরভদ্রাসন থানায় অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী ওই তরুনীর সাথে কথা বলে জানা গেছে, ঘটনার দিন প্রচন্ড গরম থাকায় সে ঘরের দরজা খুলে বাইরে আসে। এসময় হঠাৎ করেই কেউ মুখে কাপড় চেপে জোড়পূর্বক পার্শবর্তী কাশবনে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে দৈহিক সম্পর্ক ঘটায়। তখন দেখে ধর্ষককে আমি চিনতে পারি। সে ফকির ডাঙ্গী গ্রামের মোহন শিকদারের ছেলে রানা(২৬)। তরুনীর ফুপু জানান, ঘটনার দিন আমি ও আমার ভাতিজি এক সাথে ঘুমিয়েছিলাম। আনুমানিক রাত তিনটার দিকে আমার ঘুম ভেঙ্গে যায়। তাকিয়ে দেখি পাশে ভাতিজি নেই। আমি বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকি। ঘন্টা খানেক পর পরান ফকিরের ছেলে ইসমাইল ফকির(২৫) ভাতিজিকে বাড়ি পৌছে দিয়ে যায়। ইসমাইল জানায়, ঐ রাতে আমি নদীতে দুয়ারী পেতে বাড়ী ফেরার সময় টর্চ লাইটের আলোতে মেয়েটিকে দেখতে পাই। আমার শব্দ পেয়ে একটি ছেলে দৌড়ে পালায়। পরে আমি মেয়েটিকে পোশাক পরিয়ে ওর ফুপুর কাছে পৌছে দিয়ে আসি। শুনলাম আমাকে আসামী করা হয়েছে। এটা নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত বলেন রানা ও ইসমাইলকে আসামী করে মঙ্গলবার সন্ধায় একটি মামলা হয়েছে। ধর্ষিতা ওই তরুনীকে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। #