২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী সুলতান হোসেন চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৩৩লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা সোমবার বিকেলে প্রতারক সুলতান হোসেনকে অফিসের মধ্যে অবরুদ্ধ করে রাখে।
ভুক্তভোগীরা জানায়, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী মো. সুলতান হোসেন গত এক বছরে বিভিন্ন সময়ে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে চাকরি দেয়ার কথা বলে উপজেলার ময়না ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী খদেজার কাছ থেকে ৮লাখ, শেখর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নৈশ প্রহরী গোপালের কাছ থেকে ৬লাখ, বোয়ালমারী স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহায়ক কাম নৈশ প্রহরী আব্দুস সালামের কাছ থেকে ৮ লাখ, শেখর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের আয়া আনোয়ারা পারভীনের কাছ থেকে ৬লাখ ২০হাজার, বোয়ালমারী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহায়ক বাবুল খন্দকারের কাছ থেকে ৪লাখ ও দাদপুর ইউনিয়নের আমোদী গ্রামের মেহেদী নামে এক যুবকের কাছ থেকে ১লাখ টাকা হাতিয়ে নেয়।
এ বিষয়টি সকলে জানতে পারলে প্রতারক সুলতান নিজ কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকে। বিষয়টি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রবিন বিশ্বাস জেলা কর্মকর্তাকে জানালে সোমবার ঘটনা তদন্তে আসেন মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. সোয়েব আলী মিয়া।এ ব্যাপারে শেখর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের আয়া আনোয়ারা পারভীন বলেন, আমার বোনকে (এফডব্লিউভি) পদে চাকরি দেয়ার কথা বলে ৬লাখ ২০হাজার টাকা নেয় সুলতান। অদ্যাবধি চাকরিও দেয় না টাকা ফেরত চাইলে টাকাও দেয় না এবং সে নিজে অফিসে আসা বন্ধ করে দিয়েছে।
বোয়ালমারী স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহায়ক কাম নৈশ প্রহরী আব্দুস সালাম বলেন, আমার ভাইয়ের ছেলের চাকরি দেয়ার কথা বলে ৮লাখ টাকা নেয় সুলতান।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রবিন বিশ্বাস বলেন, অফিস সহকারী সুলতানের অফিসে অনুপস্থিতির বিষয়টি তদন্ত কর্মকর্তা তদন্ত করে রির্পোট দিয়েছেন।
এ ব্যাপারে উর্ধতন কর্মকর্তা ব্যবস্থা নিবেন। আর চাকরি দেয়ার কথা বলে টাকা নেয়ার বিষয়টি আমি আমার উর্ধতন কতৃপক্ষকে জানিয়েছি।
এ ব্যাপারে অভিযুক্ত প্রতারক সুলতান হোসেন টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, আমি বিভিন্ন লোকের মাধ্যমে চাকরি দিয়ে থাকি। এই টাকা যাদের মাধ্যমে চাকরি দেই তাদেরকে দেয়া হয়েছে।