www.sadarpurkhobor.com

১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

চরভদ্রাসনে অতিরিক্ত ভাড়া ও জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পারাপার:অভিযোগ যাত্রীদের!


 চরভদ্রাসন প্রতিনিধি    ২৩ জুলাই ২০১৮, সোমবার, ১০:৪৯    চরভদ্রাসন


                                                  
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর গোপালপুর ঘাট থেকে মৈনটঘাটে জীবনের ঝুকি নিয়ে পদ্মা পাড়াপড়সহ ঘাট মালিকদের বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ যাত্রীদের। জানা যায়, চরভদ্রাসন থেকে ঢাকা যাওয়ার একমাত্র সহজ ও দ্রুততম পথ হচ্ছে এই নদী পথ। মাত্র ২০ মিনিটে স্প্রীট বোডে আর ৫০ মিনিটে ট্রলারে খুব অল্প সময়েই যাত্রীরা তাদের গন্তব্যে স্থানে পৌছে যেতে পারে।
কিন্তু বর্ষা মৌসুম আসলেই পদ্মার চেহারা যেন একটু ভয়ংকর রুপ ধারন করে। পানি বাড়ার সাথে সাথে পদ্মা ফিরে পায় তার পূর্ন যৌবন। আগ্রাসী ও ভয়ংকর হয়ে উঠে পদ্মার তীব্রতা। গভীরতা ও বাতাসের মিশ্রনে মাঝে মাঝেই পদ্মার বুকে ভয়ংকর ঢেউয়ের মাতলামিতে মেতে উঠে পদ্মা।
মাঝে মাঝে ও বৈরি আবহাওয়ায় কখনও কখনও ঢেউয়ের দুলুনিতে স্প্রীট বোড ও ট্রলারগুলো প্রায় ৩/৪ ফুট পানির উপরে উঠে যায়। যেখানে চালকের বিন্দুমাত্র অসতর্কতা ও অসাবধানতার কারনে ঘটতে পারে জীবননাশের মত বড়  যে কোন দুর্ঘটনা। এদিকে, গোপালপুর ঘাট এবং মৈনটঘাটের স্প্রীট বোড ও ট্রলার চালকদের অদক্ষতা, যাত্রীদেরকে লাইফ জ্যাকেট না দেওয়া, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ ঘাট মালিকদের বিরদ্ধে নানা অভিযোগ রয়েছে যাত্রীদের।
শনিবার দুপুরে মৈনট ঘাট থেকে স্প্রীট বোডে চরভদ্রাসনে আসা এক ম্যাজিস্ট্রেট ও তার এক সহকর্মী ক্ষোভের সাথে সাংবাদিকদের জানান, আজ পদ্মায় প্রচুর পানির ঢেউ ছিল। এসময় আমরা সবাই বোডে পানি ও ডুবে যাবার ভয়ে চালকের কাছে লাইফ জ্যাকেট চাইলে, চালক আমাদেরকে লাইফ জ্যাকেট দিতে  অস্বীকৃতি জানায় ও সে আমাদের সাথে প্রচুর বাজে ব্যবহার করে বলে জানান তারা। তারা এসময় আরো বলেন, আমরা যে আজকে পদ্মা নদী থেকে জীবন নিয়ে বেচেঁ  ফিরতে পারবো এটা কখনই ভাবি নাই।   

সরেজমিনে শনিবার বিকালে উক্ত পদ্মা নদীর ঘাট ঘুরে দেখা যায়, ঘাট মালিকরা যাত্রীদের কাছ থেকে স্প্রীট বোডের ভাড়া জনপ্রতি ১৬০ টাকার পরিবর্তে ২০০ টাকা করে আদায় করছে। অপরদিকে গত শনিবার দিনভর পদ্মায় প্রচুর ঢেউ থাকলেও বাধ্য হয়েই প্রয়োজনের তাগিদে যাত্রীদেরকে অতিরিক্ত ভাড়ার টাকা গুনেই প্রচুর ঢেউয়ের মধ্যেই জীবনের ঝুকি নিয়ে এবং লাইফ জ্যাকেট ছাড়াই এপার ওপার নদী পাড়াপাড় হতে হচ্ছে।
অতিরিক্ত ভাড়া নেওয়া ও লাইফ জ্যাকেট না দেওয়ার বিষয়ে জানতে চাইলে সৌদিআরব প্রবাসী এক যাত্রী নাজমুলসহ একাধীক যাত্রীরা এসময় সমকাল কে জানান, চালক ও ঘাট মালিকরা নদী পাড়াপাড়ে আমাদের কোন লাইফ জ্যাকেট দেয়না। তাই আমাদের বাধ্য হয়েই প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে লাইফ জ্যাকেট ছাড়াই পদ্মা নদী পাড়াপাড় হতে হয়। তারা এসময় আরো জানান, চালক ও ঘাট মালিকরা আমাদেরকে তো লাইফ জ্যাকেট দিচ্ছেই না। তারপর আবার  ঘাট মালিকরা আমাদের কাছ থেকে স্প্রীট বোডের ভাড়া জনপ্রতি ১৬০ টাকার পরিবর্তে ২০০ টাকা করে  নিচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।
এ বিষয়ে গত রবিবার বিকালে ঘাট কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে ঘাট মালিক বজলু মৃধা জানান, যাত্রীরা লাইফ জ্যাকেট পড়তে চায় না তাই দেওয়া হয়না। এসময় সাথে সাথে স্প্রীট বোডের এক যাত্রী সাংবাদিকদেরকে উদ্দেশ্যে করে বলেন, ভাই আমরা লাইফ জ্যাকেট ছাড়া যাব না।  সাংবাদিক ভাই আমাদেরকে লাইফ জ্যাকেট দিতে বলেন, এই দেখেন আমরা চাইলেও চালক ও ঘাট মালিকরা আমাদেরকে কখনও লাইফ জ্যাকেট দিতে চায়না।
যাত্রীদের সাথে খারাপ ব্যবহার, ভাড়া বেশি নেওয়া ও লাইফ জ্যাকেট না দেওয়ার বিষয়ে জানতে চাইলে ঘাট মালিক বজলু মৃধা জানান, ঢেউয়ের সময় ঘাটে যাত্রী পাড়াপাড় কম হয় দেখে আমরা এসময় যাত্রীদের কাছ থেকে একটু বেশি ভাড়া নেই। তবে, আমার কোন চালক যদি যাত্রীদেরকে লাইফ জ্যাকেট না দিয়ে থাকে ও যাত্রীদের সাথে কোন রকম খারাপ ব্যবহার করে থাকে বিষয়টি আমার জানা নাই। তবে এরকম কিছু ঘটে থাকলে ঘটনাটি খুবই দুঃখ্যজনক জানান তিনি।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, লাইফ জ্যাকেট না দেওয়া ও যাত্রীদের সাথে চালকদের খারাপ ব্যবহারের বিষয়ে জানতে চাইলে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার যাত্রীদের অভিযোগের সাথে একমত পোশন করেন। তিনি আরো বলেন এ ঘাটটি ইজারা দেওয়ার ক্ষমতা হচ্ছে বিভাগীয় কমিশনার ঢাকা। আমি এ ঘাটের অনিয়ম বন্ধে বেশ কয়েকবার মোবাইল কোর্ট ও বার বার হস্তক্ষেপ করার পরও আমার কথা কেউ শুনছে না।  আপনারা নিউজ করেন, আমি আপনাদের সাথে আছি বলেও তিনি জানান।



সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   1334   জন পাঠক

 আরও খবর











সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ