১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামে গত বুধবার দিবাগত রাতে ৪টি গাভী চুরি হয়েছে । উক্ত গ্রামের সৈয়জদ্দিন মোল্যার ছেলে রশিদ মোল্যার বসত বাড়ীতে গভীর রাতে এই চুরি সংগঠিত হয় ।
জানা যায়,পরের জমিতে চাষাবাদ করা কৃষক রশিদ মোল্যা ১টি গাভী থেকে তীল তীল করে ৪টি গাভীর মালিক হয়েছেন । বৃহস্পতিবার সকালে কৃষক রশিদ মোল্যার বাড়ীতে গিয়ে দেখা যায় গাভী ৪টি হারিয়ে কষ্টে মাটিতে গড়াগড়ি করে কান্না কাটি করছেন ।
উক্ত ওর্য়াডের ইউপি সদস্য বাবুল হোসেন জানান, গত ৪দিনে পদ্মা পাড় ঘেষে জয়দেব সরকারের ডাঙ্গীতে ৩টি বাড়ীতে চুরি হয়েছে । তিনি পুলিশ প্রশাসনকে বর্ষা মৌসুমে পদ্মার পাড় ঘেসা এই অঞ্চলকে বিশেষ পাহাড়া দেওয়ার দাবি জানান ।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত বলেন ‘ ঘটনাটি আমি শুনেছি স্থানীয় এলাকার লোকজন নিয়ে বসে বর্ষা মৌসুমে বিশেষ পাহাড়ার ব্যবস্থা করা হবে ।