২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
ফরিদপুর সদরপুর উপজেলায় গত পাঁচ দিন যাবৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টি থাকার কারনে জন-জীবন কিছুটা হলেও থমকে দাড়িয়েছে। এই থমকে দাড়ানোর কারনে ভালো নেই দরিদ্র পরিবার গুলো। উপজেলার দিনমজুর খেটে খাওয়া মানুষ কর্মস্থলেও ঠিকমত যাতায়াত না করার কারনে অনেক হতদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। পদ্মা আড়িয়াল খাঁ নদী পাড়ের লোকেরা মানবেতর জীবন যাপন করছে বলেও খবর পাওয়া গেছে। মৎসজীবিরা মাছ ধরতে পারছে না। নদী পারের অধিকাংশ মানুষ মাছ ধরে ও বিক্রি করে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকে। গত কয়েক দিন বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারনে উর্পাজন না থাকায় বিপাকে পড়ে আছে চরাঞ্চলের লোকেরা। জানা গেছে, চন্দ্রপাড়া, চরবলাশিয়া, শয়তানখালী ট্রলার ঘাট থেকে ট্রলার নদী পাড়াপাড় হচ্ছে না। অন্যদিকে উপজেলার পাট চাষীরা সময় মত পাট ক্ষেতের পরিচর্যা না করতে পেড়ে দুশ্চিন্তায় পড়ে আছে। উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানায়, বৃষ্টি আবহাওয়ার কারনে ক্রেতা-বিক্রেতারা হাট-বাজারে না আসায় হতাশা ভোগ করছে। এমনই একজন ফুটপাতে ফল ব্যবসায়ী বুদ্ধি বেপারী বলেন, বর্তমান বৃষ্টি আবহাওয়ার কারনে ক্রেতা না থাকায় তার দোকানের ফল পচন ধরেছে। এতে লোকসানের ঘানি টানতে হবে তার। অন্যদিকে তরকারী ও সবজি চাষীরাও ক্ষতির সম্মূখীন হয়ে পড়েছে।