www.sadarpurkhobor.com

৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার | বাংলা কনভার্টার

শিরোনাম:

সদরপুরে পদ্মা আড়িয়াল খাঁ নদের ভাঙনে ঘরবাড়িসহ ফসলি জমি


 সদরপুর প্রতিনিধিঃ    ৪ জুলাই ২০১৮, বুধবার, ৪:৪৮    সদরপুর


ছবি সংগ্রহেঃ গ্রাম আদালত সদরপুর সমন্বয়কারী আনিছুর রহমান খান।


বর্ষার শুরুতেই ফরিদপুরের সদরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙন দেখা দিয়েছে। দিন যত পার হচ্ছে ভাঙন ততই তীব্র আকার ধারণ করছে। ভাঙনের মুখে পড়ে নদ পাড়ের মানুষ হয়ে পড়েছে জনবিছিন্ন। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ওইসব মানুষের। ভাঙনে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি,ঘরবাড়ি। নদের ভাঙনে নদ পাড়ের বাসিন্দারা তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ করছেন। অন্যদিকে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান,মাদ্রাসা মসজিদসহ নদের ভাঙন হুমকির মুখে পড়েছে। ভাঙন কবলে রয়েছে চরমানাইর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। সরকারি ভাবে এখনো কোনো পরিদর্শনে যায়নি কেহ জানান ভাঙনকবলিত অঞ্চলের জনগন।

 


আড়িয়াল খাঁ নদী ভাঙনে গত এক সপ্তাহে চরমানাইর,চরনাছিরপুর ও ঢেউখালী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যে ভাঙছে। সপ্তাহ জুড়ে ভাঙনে উপজেলার তিন ইউনিয়নের ঘর-বাড়ি, ফসলি জমি, বিভিন্ন প্রতিষ্ঠান, রাস্তা নদীতে বিলীন হওয়ার উপক্রম দেখা দিয়েচে। সরকারি ভাবে চরমানাইর ও ঢেউখালী দুই ইউনিয়নে বেড়িবাঁধ তৈরির কাজ চললেও চলমান বর্ষায় তা বাঁধার মুখে পড়েছে। চরনাসিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্কাচ আলী জানান, বাবর আলী মোল্যা কান্দি, মোল্যা কান্দি, মফিজ উদ্দিন হাজীর কান্দি, নাজির মাহমুদ হাজীর কান্দি, খলিফা কান্দি, জঙ্গী কান্দি এলাকা ভাঙনের মুখে পড়েছে।
চরমানাইর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী জানান, আদেল উদ্দিন মোল্যার কান্দি, চরমানাইর, গিয়াস উদ্দিন ফকির কান্দি,হাজারী হাজির কান্দি ভাঙন কবলিত। এছাড়াও ভাঙন হুমকির মুখে পড়েছে চর বন্দরখোলা ফাজিল মাদ্রাসা চর বন্দরখোলা নাদেরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি হাসপাতাল ও ইউনিয়ন পরিষদ ভবন। নদের অব্যাহত ভাঙনে ফসলি জমি,গাছপালা এবং বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন ভুক্তভোগী পরিবার গুলো।  
ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বেপারী বলেন, চরবলাশিয়া,মুন্সী গ্রাম এ ভাঙন দেখা দিয়েছে। ভাঙনকবলিত এলাকার মানুষ তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে।
চরবলাশিয়া মোল্যা গ্রামের সোহানা বেগম বলেন, প্রতি বছরের মত এবছর ও ভাঙন দেখা দিয়েছে। জানিনা ভিটেমাটি নিয়ে এবছর থাকতে পারবো কিনা। তবে ভয় হচ্ছে বর্ষার শুরুতেই ভাঙন শুরু।

সদরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদ জানান, আমি সরেজমিনে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।




সংবাদটি এ পর্যন্ত পড়েছেন   834   জন পাঠক

 আরও খবর


















সর্বাধিক পঠিত

শুদ্ধাচারে ফরিদপুরের সেরা ইউএনও হলেন সদরপুরের পূরবী গোলদার
সদরপুরে সেফটি ট্যাংকিতে প্রান গেল স্বামী স্ত্রীর
ফরিদপুরে র‌্যাবের হাতে মোঃ জাকির হোসেন, মোঃ কামাল হাওলাদার,মেহেদী হাসান ফয়সাল, মোঃ টুলু চৌধুরী আটক
সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৩জেলে কে ১বছর করে কারাদন্ড, নদী থেকে ৮কিশোর আটক
একজন নিক্সন প্রেমি রিপনের রক্তের দাগ...........
সদরপুরে ক্লাশ চলাকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লো নবম শ্রেণির ছাত্রী
সদরপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে চাউল বিক্রির অনিয়মে ডিলারের জেল
সদরপুরে ট্রাকের চাকায় নিহত হলো স্কুল ছাত্র সজীব
সদরপুরে মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক-স্থানীয় সংঘবদ্ধদের নাম প্রকাশ