২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
ফরিদপুরের সদরপুর উপজেলা ভূমি অফিস। আধুনিক বাংলাদেশের একটি আধুনিক মডেল ভূমি অফিস সদরপুর। ভূমি অফিসের বিভিন্ন জমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের সেবার দিন হিসাবে সপ্তাহের প্রতি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলছে গণশুনানী। মূল অফিসের পাশের একটি অংশ রয়েছে গনশুনানীর ঘর। ওই ঘরটির নাম দেওয়া হয়েছে মুক্তকথা। ২০১৬সালের ১৫ই অক্টোবর এ ঘরটি নির্মাণ করা হয়।
পড়চা নিতে আসা আব্দুল মালেক জানান, আমরা সঠিক সময়ে এসিল্যান্ড অফিস থেকে কাজগপত্র তুলতে পারছি। গনশুনানির কারনে দালাল মুক্ত হচ্ছে। প্রতি বুধবারে ২৫/৩০জন করে সেবা নিতেও দেখা যাচ্ছে সদরপুর ভূমি অফিসে।
জানা যায়, উপজেলা ভূমি অফিস থেকে জমি সংক্রান্ত সেবা হিসাবে,পড়চা,ডিসিআরসহ অন্যান্য বিষয়ের উপর শুনানি চলে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জোবায়ের রহমান রাশেদ জানান, সাধারণ মানুষের জন্যে সপ্তাহের প্রতি বুধবার গনশুনানি করা হয়। আশা করি সাধারণ মানুষের সুষ্ঠ সমাধানের জন্যে সর্বোত্বক কাজ করবো।