২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার | বাংলা কনভার্টার
মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা প্রতিপাদ্য বিষয়ে ফরিদপুরের সদরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে ভারপ্রাপ্ত ইউএনও মোঃ জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্ধোধন করেন সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আঃ মালেক মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ লতিফ মিয়া, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হাওলাদারসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
জানা যায়, উপজেলায় বিভিন্ন দলের মধ্যে থেকে মেয়ে শিক্ষার্থীর মধ্যে মোলামের টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছেলেদের মধ্যে চরনওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দড়িকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বিজয়ী দলগুলো জেলা পর্যায়ে খেলবে বলে জানাযায়।